9 C
London
December 25, 2024
TV3 BANGLA
ইউরোপ

পাল্টাচ্ছে ইউরোপমুখী অভিবাসন রুটের ধরন, আগমন কমেছে ১২ শতাংশ

এ বছরের প্রথম তিন মাসে ইউরোপজুড়ে অনিয়মিত পথে আসা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্স৷ সামগ্রিকভাবে মোট অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা কিছুটা কমলেও ইউরোপমুখী কোনো কোনো অভিবাসন রুটে আগমন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে৷

১৫ এপ্রিল ফ্রন্টেক্স জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত ইউরোপজুড়ে ৪৮ হাজার ৬০০টি অনিয়মিত প্রবেশের প্রচেষ্টা নথিভুক্ত করেছে তারা৷ সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় অন্তত ১২ শতাংশ কম৷

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপমুখী অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা কমার কারণেই চলতি বছরের প্রথম তিন মাসে আগমন সামগ্রিকভাবে হ্রাস পেয়েছে বলে মনে করছে ফ্রন্টেক্স৷ তবে, ২০২৩ সালেও ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটটি ছিল সবচেয়ে ব্যস্ত৷

এ বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে অন্তত ১১ হাজার ৪০০ অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগারীয় রুট হয়ে ইউরোপে পৌঁছেছেন৷ গত বছর একই সময়ে সংখ্যাটি ছিল দ্বিগুণেরও বেশি৷ ২০২৩ সালে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় পথে আসা অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই ছিল বাংলাদেশ, সিরিয়া এবং টিউনিশিয়ার নাগরিক৷

ইউরোপমুখী অন্য প্রধান অভিবাসন রুটগুলোর মধ্যে বলকান হয়ে আসা অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যাও এ বছরের প্রথম তিন মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে৷ অথচ মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকা থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের কাছে পশ্চিম বলকান রুটই হলো ইউরোপে ঢোকার প্রধান করিডোর৷

জানুয়ারি থেকে মার্চের মধ্যে এই রুটে ‘অনিয়মিত সীমান্ত পারাপার শনাক্ত’ পাঁচ হাজার পাঁচশ জনে নেমে এসেছে৷ সংখ্যাটি গত বছরের তুলনায় তিন ভাগের একভাগ৷

সূত্রঃ ফ্রন্টেক্স

এম.কে
২১ এপ্রিল ২০২৪

বিভাগঃ অভিবাসন

আরো পড়ুন

পাসপোর্টে বয়সের গরমিল থাকায় বিপাকে ইতালির অনিবন্ধিত বাংলাদেশিরা

ইউরোপে যুদ্ধের শঙ্কা, প্রস্তুত থাকতে বললেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী

করোনার চেয়েও ভয়ঙ্কর মহামারি আসতে পারে: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক