5.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
বাংলাদেশ

পুতুল নয়, সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে চায় সরকার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে গত বছর নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এবার সায়মা ওয়াজেদের ওই দায়িত্ব পালন নিয়েও আপত্তি তুলেছে বর্তমান সরকার। এরই মধ্যে সায়মা ওয়াজেদের মাধ্যমে নয়, সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে আগ্রহের কথা জানিয়েছে সরকার। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে চিঠিও পাঠানো হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দুর্নীতির দায়ে অভিযুক্ত বলেও অপূর্ব জাহাঙ্গীর দাবি করেন।

গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পান।

এম.কে
৩০ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম নাঃ শমী কায়সার

ড. ইউনূসের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারেঃ দুদক পিপি

সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় যা বলছে আইএসপিআর