TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

প্রধানমন্ত্রী হবার জরিপে অনেক পিছিয়ে পড়েছেন ঋষি সুনাক

যুক্তরাজ্যের নির্বাচন দরজায় কড়া নাড়ছে, দেশের ভিতরে তাই নানা ধরনের জরিপ কাজ বিদ্যমান। তাছাড়া ইলেকশনকে সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক বিশ্লেষণ অব্যাহত রয়েছে। সর্বশেষ ইউ.গভ জরিপে কনজারভেটিভ দল সম্ভাব্য ২১% (২৬-২৭ মার্চ থেকে +২) সমর্থন পেয়ে ভোটের হিসাবে পিছিয়ে রয়েছে। যেখানে লেবার দলের সমর্থন ৪০% এ এসে দাঁড়িয়েছে। যদিও গত সপ্তাহের হিসাব হতে তা ২% কম বলে খবরে জানা যায়।

তাছাড়া অন্যান্য দলের মধ্যে লিব ডেম ১০% (+১) এবং গ্রীন পার্টি ৮% সমর্থন পেয়েছে।

ব্রিটিশরা প্রধানমন্ত্রীর দৌঁড়ে এগিয়ে রেখেছেন এখন পর্যন্ত কেয়ার স্টারমারকে। তিনি ৩১% জনসমর্থন নিয়ে সবার চেয়ে এগিয়ে আছেন। কেবল ১৮% মনে করেন ঋষি সুনাক আবারও প্রধানমন্ত্রী হতে পারেন। এছাড়া ৪৩% মনে করেন কে প্রধানমন্ত্রী হবেন সেই ব্যাপারে তারা নিশ্চিত নন।

সূত্রঃ ইউ ডট গভ

এম.কে
২৯ মার্চ ২০২৪

 

আরো পড়ুন

বিদেশি অপরাধীদের নাগরিকত্ব ও তাদের অপরাধের ধরন জনসম্মুখে প্রকাশ করা হবেঃ রিপোর্ট

বাকি যুক্তরাজ্য থেকে লন্ডনকে বিচ্ছিন্ন করা হতে পারে!

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে ডিজিটাল আইডি প্রকল্পে নিরাপত্তা ত্রুটি ও হ্যাকের আশঙ্কা