লন্ডনের হ্যামারস্মিথ ব্রিজের স্তম্ভে ফাটল দেখা দেওয়ায় আকস্মিক দুর্ঘটনা এড়াতে ২০১৯ সালের এপ্রিলে ব্রিজে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সমস্যাটি আরো বেড়ে গেলে গত আগস্ট মাসে পথচারী এবং সাইক্লিস্টদের জন্যেও ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়।
ভালবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার অংশ হিসাবে এই ব্রিজ লাল রঙে আলোকিত করেছেন লন্ডনবাসী।
ব্রিজটি ছয় মাস ধরে বন্ধ থাকার পরেও পুনরায় খোলার ব্যাপারে কোনো তথ্য না পেয়ে স্থানীয়রা “যুক্তরাজ্যের বৃহত্তম ভ্যালেন্টাইনস ডে কার্ড” তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রিজের গায়ে লাল আলো দিয়ে মেসেজ লিখেছেন তারা। মেসেজে লেখা ছিলো, ভাঙা হৃদয়, ভাঙা প্রতিশ্রুতি, ভাঙা জীবন, ভাঙা ব্রিজ।
আয়োজকরা জানিয়েছেন, এই কাজটি করা হয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসন, লন্ডনের মেয়র সাদিক খান, এবং পরিবহন সম্পাদক গ্রান্ট শ্যাপসের দৃষ্টি আকর্ষণের জন্য।
হ্যামারস্মিথ ব্রিজ এসওএস রেসিডেন্টস গ্রুপের সভাপতি হেলেন পেন্যান্ট রিয়া বলেন, এটি একটি গুরুতর বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করার মজাদার এবং বিনোদনমূলক উপায়।
হ্যামারস্মিথ এবং ফুলহাম কাউন্সিলের মতে, ব্রিজটি ঠিক করে আবার চালু করতে আনুমানিক ৪৬ মিলিয়ন পাউন্ড খরচ হবে।
তিনি আরো যোগ করেন, একটি সন্তোষজনক সমাধানের জন্য এভাবে রাজনীতিবিদদের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে ব্যাপারটা অত্যন্ত লজ্জার বিষয়।
সেতুটি যত তাড়াতাড়ি সম্ভব খোলার লক্ষ্যে গত সেপ্টেম্বরে একটি সরকারি টাস্কফোর্স চালু করা হয়েছিল।
সূত্র: স্কাই নিউজ
১৪ ফেব্রুয়ারি ২০২১
এসএফ