6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য: বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। শুক্রবার (২০ আগস্ট) লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

বরিস জনসন বলেন, ‘আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব।’

 

এর আগে তিনি বলেছিলেন, তালেবানদের মূল্যায়ন করা হবে তাদের কাজের মাধ্যমে, কথার মাধ্যমে নয়।

 

কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সম্পর্কে জনসন বলেন, সেখানে হাজার হাজার আফগানরা মরিয়া হয়ে দেশ ছাড়া নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা ‘কিছুটা ভালোর দিকে যাচ্ছে’।

ব্রিটিশ সরকার জানায়, গত শনিবার থেকে তারা ১ হাজার ৬১৫ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে ৩৯৯ জন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবার-পরিজন, ৩২০ জন দূতাবাসের কর্মী এবং ৪০২ জন আফগান।

 

আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণ নেয়ার পর আনুষ্ঠানিক ভাবে ক্ষমতা গ্রহণের দিকে আগাচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবানরা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানদের হাতে কাবুল পতনের পর এবার নতুন সরকারের কাঠামো নিয়ে কাজ শুরু করে দিয়েছে তারা।

 

২১ আগস্ট ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

যুক্তরাজ্যের হাইওয়েতে লাগানো গাছের চারা সব মৃত

সেলহার্স্ট স্টেশনের ট্রেনে সাপ!

অনলাইন ডেস্ক

গ্রিসের কঠোর অভিবাসন নীতিতে বিক্ষুব্ধ শরণার্থীরা