14.8 C
London
November 24, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

ফাইজারের করোনা ওষুধ ৮৯ শতাংশ কার্যকরী, কমে মৃত্যু ঝুঁকি

কোভিড চিকিৎসায় ফাইজারের তৈরি পিল মৃত্যুঝুঁকি কমায় বলে প্রমাণ মিলেছে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক এ প্রতিষ্ঠান জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় চলে যাওয়া বয়স্কদের মৃত্যু হ্রাসে এ ওষুধ খুবই কার্যকর। সেই সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়া এড়াতেও এটি বেশ কাজ করছে। তাদের গবেষণায় পিলটি ৮৯ শতাংশ কার্যকরী বলে প্রমাণ মিলেছে।

 

যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার বলছে, তাদের তৈরি কোভিড-১৯ এন্টিভাইরাল পিল রোগীর হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি ৮৯ শতাংশ কমায়। মুখে গ্রহণের প্যাক্সলোভিড নামের এ ওষুধটির ক্লিনিক্যাল ট্রায়ালে এই ফল পাওয়া গেছে।

 

কোম্পানির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্টা বলেছেন, “ওষুধটি রোগীর জীবন বাঁচানো, কোভিডে গুরুতর অসুস্থতা কমানো এবং ১০ জনের মধ্যে ৯ জনেরই হাসপাতালে ভর্তি ঠেকিয়ে দিতে কার্যকর।”

 

প্রাথমিক ট্রায়ালে অনেক বেশি ইতিবাচক ফল আসায় আগেভাগেই ট্রায়াল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ফাইজার।

 

৭ নভেম্বর ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

‘যুক্তরাজ্যের সহজ আশ্রয়ব্যবস্থা অভিবাসীদের ইংলিশ চ্যানেল পার হতে আকৃষ্ট করছে’

আইন করেও কমানো যাচ্ছে না শরনার্থীদের অবৈধ প্রবেশ

ইউরোপ একটি বিপজ্জনক মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছে: বরিস জনসন