2.8 C
London
January 18, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ফোনালাপে সুনাকের কাছে অস্ত্র চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ফোনালাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় তার কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছেন জেলেনস্কি।

এক টুইটবার্তায় এ কথা নিশ্চিত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, আমরা ইউক্রেনের প্রতিরক্ষা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।

ফোনালাপে এ সপ্তাহে লন্ডনে ‘ইউক্রেন রিকভারি কনফারেন্স’ আয়োজন করার জন্য ঋষি সুনাককে ধন্যবাদ জানান জেলেনস্কি।

প্রসঙ্গত, ইউক্রেনের সহায়তার ক্ষেত্রে অন্যতম একটি দেশ হলো যুক্তরাজ্য। ইতোমধ্যে কিয়েভকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে দেশটি। এরপরও রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য দেশটিকে আরও অস্ত্র সহায়তার জন্য বারবার অনুরোধ করছে জেলেনস্কি।

লাটভিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ন্যাটো সম্মেলন সম্পর্কে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ন্যাটোর সদস্য হিসেবে গ্রহণ করার জন্য অন্যতম একটি প্রক্রিয়া হিসেবে কাজ করবে এ সম্মেলন।

এম.কে
২০ জুন ২০২৩

 

আরো পড়ুন

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসী বাবা-ছেলের পর চলে গেলেন মেয়েও

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের বিমানবন্দরের সুরক্ষা ব্যবস্থাকে আবারও ফাঁকি দিয়েছে এক ব্যক্তি

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে আগ্রহী স্কটল্যান্ড