11.1 C
London
November 5, 2024
TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

বাংলাদেশিসহ বিভিন্ন দেশের রেকর্ড সংখ্যক আশ্রয়প্রার্থীর ইউরোপ প্রবেশ

২০২১ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে দুই হাজার সাতশ জন বাংলাদেশি প্রবেশ করেছেন৷ তারা সবাই প্রথমবার আশ্রয় আবেদন করেছিলেন৷ বিভিন্ন দেশের ৬০ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী সেপ্টম্বরে ইইউতে আশ্রয় আবেদন করেছেন৷ যাদের মধ্যে শীর্ষে আছে আফগান নাগরিকরা।

 

সর্বমোট ৬০,৮১০ জন আশ্রয়প্রার্থী ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলিতে আন্তর্জাতিক সুরক্ষার জন্য প্রথমবারের মতো আবেদন করেছে৷ যাদের মধ্যে প্রায় ২৭০০ জন বাংলাদেশি নাগরিক।

 

২০২০ সালের ফেব্রুয়ারিতে করোনা মহামারি শুরু হওয়ার পর প্রথমবারের মতো আশ্রয় আবেদনের সংখ্যা প্রাক কোভিড সময়কালের স্তরে পৌছাল। আশ্রয়পার্থীর তালিকায় শীর্ষে অবস্থান করেছে দক্ষিণ এশিয়ার যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তান। তালিকায় আছে সিরিয়া, ইরাক, পাকিস্তান এবং তুরস্কও।

 

এই পরিসংখ্যানটি উঠে এসেছে ইউরোস্ট্যাট প্রকাশিত সর্বশেষ মাসিক রিপোর্টে। প্রথম আশ্রয় আবেদনের এই সংখ্যাটি ২০২০ সালের সেপ্টেম্বরের তুলনায় ৫৮% বেশি। এমনকি এটি মহামারির আগের মাত্রাকেও ছাড়িয়ে গেছে৷ উদাহরণস্বরূপ, ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান পরিষেবা ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো আবেদন করা ৫৪,৫০০ জন আশ্রয়প্রার্থীকে নথিবদ্ধ করেছিল।

 

কোভিড-১৯ মহামারির কারণে বিভিন্ন দেশের সীমান্তে ব্যাপক কড়াকড়ি থাকায় আশ্রয় আবেদনের সংখ্যা অভূতপূর্বভাবে হ্রাস পেয়েছিল। ইউরোস্ট্যাটের তথ্য অনুসারে, পুরো ২০২০ সাল জুড়ে সমস্ত ইইউ সদস্য রাষ্ট্রে আন্তর্জাতিক সুরক্ষা চাওয়া ব্যক্তির সংখ্যা ছিল ৪,৭১,২৭০ হাজার। যা ২০১৯ সালের তুলনায় ৩২.৬ শতাংশ কম৷ সর্বশেষ ২০১৩ সালে ইইউতে এত কম সংখ্যক আশ্রয়পার্থী নথিভুক্ত হয়েছিল।

 

২৭ ডিসেম্বর ২০২১
সূত্র: ইনফো মাইগ্রেন্টস

আরো পড়ুন

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের হোটেল বন্ধের ঘোষণায় নানা সংকটে আশ্রয়প্রার্থীদের পরিবার

পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে বাঁচতে পালিয়েছিলেন ক্যামডেনের মেয়র

অনলাইন ডেস্ক

বাংলাদেশের আম রপ্তানির বড় গ্রাহক যুক্তরাজ্য