TV3 BANGLA
শীর্ষ খবরসারাদেশ

বাংলাদেশে করোনা শনাক্তের নতুন রেকর্ড, বেড়েছে মৃত্যু

করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৯ জন। এছাড়া দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৬ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬৯ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জন।

গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও ৫৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১০৫ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন।

 

১ এপ্রিল ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

রানির প্ল্যাটিনাম জুবিলিতে অপমানিত বরিস জনসন

অনলাইন ডেস্ক

মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের প্রথম নারী মহাসচিব জারা মোহাম্মদ

ইতিহাস সৃষ্টি করে সিরিয়ান শরনার্থী হলেন জার্মানির মেয়র