11.1 C
London
November 5, 2024
TV3 BANGLA
আমেরিকাশীর্ষ খবর

বাংলাদেশের নির্বাচনপূর্ব সহিংসতার প্রতিবেদন তদন্ত করতে বলেছে হোয়াইট হাউজ

বাংলাদেশের সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে সহিংসতার রিপোর্ট সম্পূর্ণ তদন্ত করার জন্য বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে এবং সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউজ। শুক্রবার (৯ ডিসেম্বর) এই খবর জানায় রয়টার্স।

 

বাংলাদেশে গত কয়েকদিন ধরে নতুন করে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। সম্প্রতি বাংলাদেশের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে এসেছে, বুধবার ঢাকায় বিএনপির কর্মী ও সদস্যদের ওপর গুলি চালিয়েছে পুলিশ। এতে একজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন।

ভয়েস অব আমেরিকার বরাতে রয়টার্সের প্রতিবেদনে এসেছে, শনিবার ঢাকায় বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশকে সামনে রেখে গত মাস থেকে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলটির দাবি, বিক্ষোভ সমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটতে পারে।

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র এ বিষয়ে গভীর উদ্বিগ্ন এবং বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’

 

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের ভয়ভীতি, হুমকি, হয়রানি এবং সহিংসতামুক্ত শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়ার অধিকারের দাবি জানিয়ে আসছে সব সময়।’

আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশের সব পক্ষকে সহিংসতা বন্ধ করা উচিত। ভয়ভীতি বন্ধ করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনের আগে সহিংসতা ঘটনার পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।

 

১০ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ব্রিটেনের পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানির রিপোর্ট বেড়েছে

প্রিন্স ফিলিপ ছিলেন অসংখ্য তরুণের অনুপ্রেরণা: বরিস জনসন

কানাডায় আবেদনের যোগ্যতা হারালো দেশের ৩৩ বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক