16.5 C
London
May 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার পক্ষে ইউকে এমপিরাঃ শিশু সুরক্ষা ও গ্রুমিং বিতর্ক

ব্রিটিশ সংসদ সদস্যরা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং গৃহশিক্ষিত শিশুদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা চালুর লক্ষ্যে শিশু কল্যাণ ও বিদ্যালয় বিল পার্লামেন্টের পরবর্তী পর্যায়ে অগ্রসর করেছেন। যা কোনও আনুষ্ঠানিক ভোট ছাড়াই পাশ করা সম্ভব হয়েছে।

গত বুধবার (৮ জানুয়ারি, ২০২৫) ইউকে আইনপ্রণেতারা এই পদক্ষেপ নেন। সম্প্রতি ১০ বছর বয়সী ব্রিটিশ-পাকিস্তানি শিশু সারা শরিফের নৃশংস হত্যাকাণ্ড এবং গ্রুমিং গ্যাং নিয়ে বিতর্ক এই সিদ্ধান্তকে ছাপিয়ে গেছে।

আগস্ট ২০২৩-এ লন্ডনের বাইরের একটি বাড়িতে সারা শরিফের মরদেহ পাওয়া যায়। তার শরীরে ভয়াবহ আঘাতের চিহ্ন ছিল, যার মধ্যে হাড় ভাঙা, পোড়া এবং কামড়ের দাগ অন্তর্ভুক্ত ছিল। তদন্তে জানা যায়, দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করা হয়েছিল।

তার বাবা উরফান শরিফ এবং সৎমা বেইনাশ বাটুল গত মাসে এই হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।

সারা শরিফের মৃত্যুর কয়েক মাস আগে, তার বাবা তাকে বিদ্যালয় থেকে সরিয়ে গৃহশিক্ষার ব্যবস্থা করেন। তার শিক্ষক শরীরে আঘাতের চিহ্ন দেখে শিশু সেবায় রিপোর্ট করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রস্তাবিত আইন অনুযায়ী, যদি কোনো শিশুর উপর বড় ধরনের ক্ষতির ঝুঁকি থাকে, তবে পিতামাতার পক্ষে তাকে বিদ্যালয় থেকে সরিয়ে নেওয়া নিষিদ্ধ করা হবে।

শিশুদের পর্যবেক্ষণ সহজ করতে তাদের জন্য একটি অনন্য নম্বর নির্ধারণ করা হবে, যেমন প্রাপ্তবয়স্কদের জন্য জাতীয় বীমা নম্বর।

শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন বলেছেন, এটি গত এক প্রজন্মের মধ্যে শিশু সুরক্ষার জন্য সবচেয়ে বড় আইন।
আইনটি কার্যকর হলে, এটি ঝুঁকিপূর্ণ শিশুদের পর্যবেক্ষণ এবং সুরক্ষা বাড়াতে সহায়ক করবে।

বিরোধী কনজারভেটিভ পার্টি বিলের বিতর্কে উত্তর ইংল্যান্ডে কয়েক দশক ধরে শিশুদের উপর যৌন নির্যাতনের বিষয়ে নতুন জাতীয় তদন্ত দাবি করে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এর আগের সাত বছরের দীর্ঘ তদন্তে ২০টি সুপারিশ করা হয়েছে। এখন নতুন তদন্তের চেয়ে সেই সুপারিশ বাস্তবায়নের সময় এসেছে।

নতুন তদন্তে ব্রিটিশ প্রধানমন্ত্রী রাজি না হওয়ায় মার্কিন প্রযুক্তি বিলিয়নিয়ার ইলন মাস্ক তার এক্স প্ল্যাটফর্মে লেবার প্রধানমন্ত্রী স্টারমারের উপর বারবার আক্রমণ করেছেন। গ্রুমিং গ্যাং ইস্যুতে কট্টর ডানপন্থী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নতুন তদন্তের দাবি জানিয়ে আসছে বলে জানা যায়।

যদিও স্টারমার এই বিষয়ে “মিথ্যা ও ভুল তথ্য” প্রচারের সমালোচনা করেছেন।

সরকার সম্প্রতি ঘোষণা করেছে যে, পেশাদারদের জন্য শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ রিপোর্ট করা আইনি বাধ্যতামূলক করা হবে। এই বিলটি শিশুদের সুরক্ষা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১২ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

বক্সিং ডে ইংল্যান্ডের বিভিন্ন স্টোর খোলা থাকবে, চলবে বিশেষ ডিসকাউন্ট অফার

নিউজ ডেস্ক

বিলেতে বাড়ি কেনাবেচাঃ  যেসব কারণে মর্গেজ অ্যাপলিকেশন রিফিউজ হয়

যুক্তরাজ্যে বেনিফিট জালিয়াতি রোধে নতুন আইন করতে যাচ্ছে সরকার