TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বার্মিংহাম শিশু হাসপাতালে অসুস্থ শিশুর হৃদয়স্পর্শী ছবি ‘পোর্ট্রেট অব ব্রিটেন’ প্রতিযোগিতায় নির্বাচিত

বার্মিংহাম চিলড্রেন’স হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর হৃদয়স্পর্শী ছবি দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ফটোগ্রাফি প্রতিযোগিতা পোর্ট্রেট অব ব্রিটেন অ্যাওয়ার্ডস-এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে। হাসপাতালের তহবিল সংগ্রহকারী দলের সদস্য ও ফটোগ্রাফার ক্রিস অ্যাসকি এই ছবিটি তুলেছিলেন তিন বছর বয়সী জেসির, যিনি অঙ্কোলজি ওয়ার্ডে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়ার চিকিৎসা নিচ্ছিলেন।

অ্যাসকি বলেন, “এ ধরনের একটি ছবি স্বীকৃতি পাওয়া আমার জন্য বিশাল সম্মানের। এর মাধ্যমে জেসির মতো অসুস্থ শিশুদের সংগ্রাম এবং বার্মিংহাম চিলড্রেন’স হাসপাতালের অসাধারণ কাজ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে।”

ছবিটি ব্রিটিশ জার্নাল অব ফটোগ্রাফি’র আয়োজিত পোর্ট্রেট অব ব্রিটেন অ্যাওয়ার্ডস-এর জন্য নির্বাচিত ২০০টি ছবির একটি। আগামী জানুয়ারিতে এর মধ্যে ১০০টি ছবিকে বিজয়ী ঘোষণা করা হবে। নির্বাচিত ছবিগুলো প্রকাশিত হবে ম্যাগাজিনটির পোর্ট্রেট অব ব্রিটেন বইয়ের অষ্টম খণ্ডে এবং সেগুলো যুক্তরাজ্যজুড়ে জেসিডেকো (JCDecaux UK) ডিজিটাল বিজ্ঞাপন স্ক্রিনে প্রদর্শিত হবে।

রেডিচ, ওরচেস্টারশায়ারের বাসিন্দা ক্রিস অ্যাসকি জানান, তিনি হাসপাতালের কর্মী ও রোগীদের ছবি তোলেন, যাদের প্রত্যেকেরই রয়েছে একেকটি সংগ্রামের গল্প। তিনি বলেন, “আমি আশা করি, আমার ছবিটি মানুষকে বুঝতে সাহায্য করবে যে জেসির মতো অসংখ্য শিশু এমন এক শৈশব কাটাচ্ছে, যা তারা কিংবা তাদের পরিবার কখনও প্রাপ্য ছিল না।”

ফটোগ্রাফার আরও বলেন, “হাসপাতালের ভেতরে প্রতিদিন অসংখ্য সৌজন্য, সহানুভূতি ও নিরলস পরিশ্রমের উদাহরণ সৃষ্টি হয়। আমার লক্ষ্য সবসময় সেই মানবিকতা ও অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলোকে ছবির মাধ্যমে তুলে ধরা।”

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ঋণ ব্যয় বৃদ্ধি উৎপাদন ও কর্মী নিয়োগ মন্থর হয়েছে যুক্তরাজ্যে

টেসলার জন্য চ্যালেঞ্জ নিয়ে এসেছে চীনের বৈদ্যুতিক যানবাহন নির্মাতা বিওয়াইডি

বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যে আসছে ই-ভিসা, কাগজবিহীন ডিজিটাল যুগে অভিবাসন ব্যবস্থা