8.4 C
London
March 28, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বার্মিংহামে আবর্জনা সংগ্রহকারীদের ধর্মঘটে চরম বিশৃঙ্খলা

বার্মিংহামে আবর্জনা সংগ্রহকারীদের ধর্মঘটের ফলে শহরের রাস্তাগুলোতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আবর্জনার স্তূপ জমে উঠছে, ইঁদুরের উৎপাতের খবর পাওয়া যাচ্ছে, এবং কিছু বাসিন্দা অভিযোগ করেছেন যে তাদের পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য (রিসাইক্লিং) এক মাস ধরে সংগ্রহ করা হয়নি।

কিছু স্থানে ছয় ফুট উঁচু পর্যন্ত আবর্জনার স্তূপ দেখা যাচ্ছে। এক “রাগান্বিত ও হতাশাগ্রস্ত” বাসিন্দা বিবিসিকে বলেছেন, “বর্জ্য সর্বত্র ছড়িয়ে পড়েছে।”

বুধবার বার্মিংহামে একটি মোবাইল আবর্জনা সংগ্রহের কার্যক্রম বাতিল করা হয়, কারণ আবর্জনা ফেলার জন্য ব্যাকুল মানুষের ভিড় স্থানটিকে ঘিরে ফেলে।

ইউনাইট ইউনিয়নের সদস্যরা জানুয়ারি থেকে পর্যায়ক্রমিক ধর্মঘট চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু এক সপ্তাহেরও বেশি সময় আগে তারা বেতন ও কর্মপরিবেশ নিয়ে বিরোধের জেরে পূর্ণকালীন ধর্মঘটে যান।

এই বিশৃঙ্খলার পরেও, বার্মিংহামের কিছু অংশের রাস্তার অবস্থা দেখে মনে হয় যেন এটি অন্য জগৎ। কারণ শহরের অনেক এলাকা আবর্জনা সংকটের বাইরে আছে।

কোটারিজ ও বোর্নভিল এলাকার কিছু বাসিন্দা জানিয়েছেন, যদিও তাদের পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ফেলা হচ্ছে না, তবু সাধারণ আবর্জনা যথাসময়ে প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে।

বার্মিংহামের স্পার্কহিল এলাকার বাসিন্দা জাভেদ হায়দার বিবিসিকে তার অভিজ্ঞতার কথা জানান।

তিনি বলেছেন, তিনি রাস্তায় আবর্জনার স্তূপের চারপাশে ইঁদুর দেখেছেন এবং বিশ্বাস করেন এটি এখন “গুরুতর স্বাস্থ্য ঝুঁকি” হয়ে দাঁড়িয়েছে।

মি. হায়দার আরও জানান, এলাকা জুড়ে অবৈধভাবে আবর্জনা ফেলার (ফ্লাই-টিপিং) সমস্যাও দেখা যাচ্ছে। তিনি বলেন, “লোকজন গাড়ি থেকে নেমে আবর্জনা ফেলে চলে যাচ্ছে, এমন অনেক জায়গা আছে।”

তিনি উভয় পক্ষকে দ্রুত সমস্যা সমাধানে পৌঁছানোর জন্য আহ্বান জানিয়েছেন।

সূত্রঃ বিবিসি

এম.কে
২০ মার্চ ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের একটি অভিবাসন আশ্রয়কেন্দ্রে আশ্রয়প্রার্থীর মৃত্যু

মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ‘বিকল্প বিবেচনা’ করছে যুক্তরাজ্য সরকার

যুক্তরাজ্যে নতুন সরকারি আইনে যানবাহন চুরির সরঞ্জাম নিষিদ্ধ করার পরিকল্পনা