TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন জর্ডানের অবৈধ বাংলাদেশিরা

জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা বৈধ হওয়ার বিশেষ সুযোগ পাচ্ছেন। এ ক্ষেত্রে অবৈধদের সব জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে।

 

বৃহস্পতিবার (১৪ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তিতে আম্মানের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

 

এতে বলা হয়, জর্ডানের প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, গত ১ জুনের আগ পর্যন্ত যারা অবৈধ হয়েছেন শুধুমাত্র তাদের জন্য জর্ডান সরকার আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ হওয়ার বিশেষ সুযোগ প্রদান করেছে।

 

এ ক্ষেত্রে অবৈধভাবে অবস্থানকালীন সময়ের জন্য সব জরিমানা ও অন্যান্য ফি পরিশোধ সাপেক্ষে বৈধতা অর্জন করতে হবে। তবে যারা জর্ডান সরকারের রেকর্ড অনুযায়ী কোনো সামাজিক অপরাধের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে না।

 

১৫ জুলাই ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

ব্রিটিশদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো ফ্রান্স

বিতরণের সময় হারিয়েছে শত শত ব্রিটিশ পাসপোর্ট!

যুক্তরাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর নির্ভরতা বাড়ছে