13.7 C
London
October 14, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের অজানা ইতিহাস উন্মোচনঃ ন্যাশনাল আর্কাইভসে প্রদর্শনী

ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ (MI5) তাদের শতবর্ষের কার্যক্রমের এক অনন্য অধ্যায় জনসাধারণের সামনে তুলে ধরেছে। ইতিহাসে এই প্রথমবারের মতো সংস্থাটি একটি উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করেছে, যা সম্ভব হয়েছে ব্রিটেনের সিকিউরিটি সার্ভিস এবং যুক্তরাজ্যের ন্যাশনাল আর্কাইভস-এর যৌথ উদ্যোগে।
লন্ডনে ন্যাশনাল আর্কাইভসে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পেয়েছে এমআই৫-এর মূল কেস ফাইল, বহু দশক ধরে গোপন রাখা নথি, বিরল ছবি এবং গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। দর্শনার্থীরা এখানে প্রত্যক্ষ করতে পারবেন কিভাবে গুপ্তচরবৃত্তি কেবল একটি পেশা নয়, বরং একটি ঝুঁকিপূর্ণ ও জটিল কার্যক্রম।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ বিশ্বযুদ্ধকালীন পাল্টা গুপ্তচরবৃত্তি এবং সাহসী ডাবল এজেন্টদের কর্মকাণ্ড। একই সঙ্গে স্নায়ুযুদ্ধের সময় গ্রেপ্তার হওয়া এজেন্টদের স্বীকারোক্তি এবং সেই সময়কার জটিল গোয়েন্দা লড়াইও এখানে স্থান পেয়েছে।

শুধু অতীত নয়, সাম্প্রতিক সময়ে এমআই৫ যে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনা করেছে, সেই সব অপারেশনের তথ্য-প্রমাণও প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এতে দর্শনার্থীরা বুঝতে পারবেন আধুনিক বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় গোয়েন্দাদের কৌশল ও সাহসিকতা।

প্রথমবার জনসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী ব্রিটিশ গোয়েন্দা সংস্থার অন্তরালের গল্প তুলে ধরছে। দীর্ঘদিনের গোপনীয়তার আড়াল থেকে বেরিয়ে আসা এসব নথি ও সরঞ্জাম এখন সাধারণ মানুষের জন্য এক অভূতপূর্ব অভিজ্ঞতা হয়ে উঠেছে।

সূত্রঃ ন্যাশনাল আর্কাইভ

এম.কে
১৯ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

পাকিস্তানের সাথে যুগান্তকারী বন্দিবিনিময় চুক্তি সাক্ষর করলেন প্রীতি প্যাটেল

যুক্তরাজ্যে গিনেস রেকর্ড করতে যাচ্ছে ৯ কেজি ওজনের পেঁয়াজ

এনার্জি বিল বাড়ায় বন্ধ হওয়ার ঝুঁকিতে ব্রিটেনের শত শত ক্ষুদ্র ব্যবসা

অনলাইন ডেস্ক