১৭৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো রয়্যাল মেইল সারা দেশে সোলার প্যানেলযুক্ত আধুনিক ডাকবাক্স চালুর ঘোষণা দিয়েছে। পরিবেশবান্ধব এই ডাকবাক্সগুলো আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এবং দেশব্যাপী ধাপে ধাপে স্থাপন করা হবে।
রয়্যাল মেইল জানিয়েছে, নতুন এই ডাকবাক্সগুলোতে সোলার প্যানেল ব্যবহার করা হবে যা টেকসই শক্তি উৎপাদন করে আলোকসজ্জা ও তথ্য প্রদর্শনের কাজে লাগবে। এর ফলে গ্রাহকরা রাতের অন্ধকারেও সহজে ডাকবাক্স খুঁজে পাবেন এবং চিঠিপত্র জমা দিতে পারবেন।
সংস্থাটি আরও জানিয়েছে, এই উদ্যোগ তাদের পরিবেশবান্ধব নীতির অংশ। কার্বন নিঃসরণ কমানো এবং সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে রয়্যাল মেইল তাদের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে।
ডাকসেবা বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখেই রয়্যাল মেইল প্রযুক্তিগত পরিবর্তনকে গ্রহণ করছে। এর ফলে ডাকসেবা আরও আধুনিক হবে এবং পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
২৮ আগস্ট ২০২৫