TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবর

ব্রিটেনে করোনায় একদিনে ৫ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাজ্যে একদিনে (২৪ ঘণ্টায়) করোনাভাইরাসে পাঁচ জন ব্রিটিশ-বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

শ‌নিবার (২৩ জানুয়ারি) ম্যানচেস্টারের কমিউনিটির তরুণ ব্যবসায়ী মামুন আহমদ ও পু‌লিশ সদস্য আব্বাস উদ্দিন আহমেদের মৃত্যুর খবর পাওয়া যায়, জানাজা শেষে ম্যানচেস্টারের সাউদার্ন সিমেট্রিতে তাদের দাফন সম্পন্ন হয়।

 

ম্যানচেস্টারের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ শনিবার সন্ধ্যায় করোনায় মৃত্যুবরণ করেছেন। মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার উত্তর মুলাইম গ্রামে।

 

একইদিন লন্ডনের অদূরে লুটনে চি‌কিৎসাধীন অবস্থায় মারা যান কুলাউড়ার র‌ঙ্গিরকুলের আব্দুস শহীদ।  মৃত্যুর খবর পাওয়া যায় ছাত‌ক উপজেলার ছৈলা গ্রামের আব্দুস শহীদ কালাই মিয়ার। তিনিও করোনায় আক্রান্ত ছিলেন।

 

রোববার (২৪ জানুয়ারি) কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী বলেন, করোনায় এখনপর্যন্ত সাড়ে তিনশ জনের বেশি ব্রিটিশ-বাংলাদেশির মৃত্যু হয়েছে।

 

২৪ জানুয়ারি ২০২১
সূত্র: বাংলাট্রিবিউন

আরো পড়ুন

অবৈধ কাজে সহায়তাকারী আইনজীবীদের জন্য কঠোর হচ্ছে সরকার

আশ্রয়প্রার্থীদের আবাসনে ক্রুজ জাহাজ ব্যবহারে ইচ্ছুক নিউ ইয়র্ক মেয়র

অনলাইন ডেস্ক

হিথ্রোতে ফ্লাইট ধরতে হেঁটে রওয়ানা দিলো যাত্রীরা

অনলাইন ডেস্ক