25.1 C
London
July 12, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে ঝড় গেরিটের আঘাতে ৩ জনের মৃত্যু

ইংল্যান্ডের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার ঝড় গেরিটের আঘাতে তিনজনের প্রাণহানি ঘটেছে। তাদের বহন করা গাড়ি নদীতে পড়ে যাওয়ায় তারা প্রাণ হারায়। এদিকে এ ঝড়ের আঘাতে যুক্তরাজ্যের অনেক ক্ষতি হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।

গাড়িটি নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়ার পর দুপুরের কিছু সময় আগে জরুরি সার্ভিসের কর্মীরা গ্লাইসডেল শহরের কাছ দিয়ে প্রবাহিত রিভার ইস্ক অভিমুখে রওনা হয়।

নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানায়, ‘দমকল বাহিনীর কর্মীরা স্থানীয় সময় বিকাল ৩টার পর নদী থেকে গাড়িটি উদ্ধার করে। দুঃখজনকভাবে ভিতরে থাকা তিনজনই প্রাণ হারায়।’

পুলিশ জানায়, তাদের সাহায্য করতে সেখানে এগিয়ে আসা অন্য এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা আরও জানায়, আবহাওয়ার পরিস্থিতি গাড়ি চালানোর জন্য বিপজ্জনক ছিল।

যুক্তরাজ্যের বেশ কয়েকটি অঞ্চল, বিশেষ করে স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে বুধবার থেকে ঝড় গেরিট ব্যাপকভাবে আঘাত হানে। এর প্রভাবে এসব অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়। স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৬ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়।

সূত্রঃ এএফপি

এম.কে
৩০ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ব্রেক্সিটের ১০০ দিন: কেমন আছে যুক্তরাজ্য?

কাবুল দখলের দিন ক্রিট দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের যাত্রীদের জন্য ব্রিটেন ভ্রমণের সর্বশেষ নির্দেশনা

অনলাইন ডেস্ক