11.8 C
London
May 2, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের অর্থনীতির স্বার্থে শরণার্থীদের প্রয়োজন

একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, মানবিকতার খাতিরে এবং যারা যুক্তরাজ্যে অর্থনৈতিক অবদান রাখতে পারে তাদের জন্য ভিসা প্রবর্তনের বিষয়ে সরকারের বিবেচনা করা উচিৎ।

 

সংবাদ মাধ্যম ‘ফ্রি মুভমেন্ট’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, যদি শরণার্থীরা দেশের অর্থনৈতিক চাকা এগিয়ে নিতে সাহায্য করে তাহলে শরণার্থীদের সেই সুযোগ করে দেওয়া উচিৎ।

 

সোশ্যাল মার্কেট ফাউন্ডেশন জানিয়েছেন, সাধারণ অভিবাসী এবং শরণার্থীদের মধ্যে পার্থক্য না রেখে সম্মিলিত অর্থনৈতিক অবদান এবং মানবিক দিক থেকে যুক্তরাজ্যে প্রবেশের উপায় রাখা দরকার।

 

একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের এমন নিয়ম করা উচিৎ যেখানে মানুষদের মানবিক প্রয়োজন অনুসারে যুক্তরাজ্যের ভিসার জন্য নির্বাচন করা হয়। এর সাথে তাদের সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে অবদান রাখার সুযোগও দেওয়া উচিৎ। এটি বিদ্যমান শরণার্থী পুনর্বাসন প্রকল্প এবং ওয়ার্ক ভিসার সাথেও যোগ করা যেতে পারে।

 

গবেষকরা বলেন, অভিবাসীদের বেশিরভাগই এই ব্যক্তিদের তুলনায় মানবিক এবং অর্থনৈতিক ভাবে ভাল অবস্থায় রয়েছেন। এসব ব্যক্তিদের সুযোগ দেওয়া হলে যুক্তরাজ্যের অর্থনীতিতে আরো ভালো অবদান রাখতে পারবে।

 

সূত্র: ফ্রি মুভমেন্ট
৩০ মার্চ ২০২১
এসএফ

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রে মোদি সফর নিয়ে অখুশি মার্কিন আইনপ্রণেতারা

ব্রিটেনে নির্বাচনে বড় ব্যবধানে হারবে ঋষি সুনাকের দল: জরিপ

যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের বৃহৎ কোম্পানিগুলোর অগ্রগতি ক্ষীণ