21.4 C
London
July 16, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মানে মুদ্রা উন্মোচন

ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মানে স্বর্ণ ও হীরা দিয়ে বানানো মুদ্রা উন্মোচন করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে জানা যায়। যেটি সর্বকালের অন্যতম সর্বোচ্চ দামি মুদ্রার তকমা পেতে যাচ্ছে। মুদ্রাটি বানানো হয়েছে প্রায় চার কেজি স্বর্ণ ও ছয় হাজার চারশ’র বেশি হীরা দিয়ে।

মুদ্রার দাম ধরা হয়েছে প্রায় দুই কোটি ৩০ লাখ ডলার। বিলাসবহুল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি মুদ্রাটি উন্মোচন করা হয় রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর প্রথমবার্ষিকী উপলক্ষে।

‘দ্য ক্রাউন’ নামের মুদ্রাটি ১৬ মাস ধরে তৈরি করা হয়। বাস্কেটবলের সমান মুদ্রাটির ব্যাস ৯ দশমিক ৬ ইঞ্চি। এতে প্রয়াত রানীর বেশকিছু পোর্ট্রেট বসিয়েছেন নামি শিল্পী ম্যারি গিলিক, আর্নল্ড ম্যাশিন, রাফায়েল ম্যাকলৌফ ও ইয়ান র‌্যাংক-ব্রডলি। মুদ্রাটির কেন্দ্রের ওজন দুই পাউন্ডের বেশি।

মুদ্রার চারপাশে ছোট মুদ্রাগুলোর প্রতিটির ওজন এক আউন্স করে। প্রয়াত রানীর বাণী রয়েছে মুদ্রার দুই প্রান্তেই। এর একটি হলো ‘বয়সের সঙ্গে অভিজ্ঞতা বাড়ে এবং সঠিক প্রয়োগ হলে এটি হতে পারে কয়েক গুণ।

এম.কে
১০ সেপ্টেম্বর ২০২৩

আরো পড়ুন

বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা

ল’ উইথ এন রহমান | 15 February 2021

অনলাইন ডেস্ক

বেশিরভাগ ব্রিটিশদের ধারণা লেবার সরকার কোনো কাজের নয়