22.4 C
London
July 21, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনের ‘সেরা শহর’ এখন বিশৃঙ্খলার শহরঃ ইয়র্কে পর্যটকদের বেপরোয়া আচরণে আতঙ্ক

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী শহর ইয়র্কে রেস ডে ঘিরে পর্যটকদের বেপরোয়া আচরণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শহরের বাসিন্দারা অভিযোগ করেছেন, এসব দিনে মাতাল পর্যটকরা গাড়ির ছাদে লাফায়, গালিগালাজ করে, রাস্তায় প্রস্রাব করে এবং গাড়ি লাথি মেরে ভাঙচুর করে।

একজন স্থানীয় নারী বলেন, “আমি এই শহরে বড় হয়েছি। কিন্তু রেস ডে-তে মনে হয় আমরা নিজেদের বাড়িতেই বন্দি। কেউ কেউ গাড়ির ওপর উঠে লাফাচ্ছে, কেউ আবার আমাদের গলির ভিতরেই মলমূত্র ত্যাগ করছে।”

তিনি আরও জানান, গাড়ির উপর লাফিয়ে রীতিমতো আনন্দ করে একদল পর্যটক, যা সম্পূর্ণ অনৈতিক ও শহরের শান্ত পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

আরেক স্থানীয় টেরেসা মেলিং বলেন, “আগে এসব দিনগুলোতে ব্যবসা ভালো চলতো, এখন আয় কমে গেছে। রেসকোর্সের আয়োজন মানুষকে দোকানগুলোর কাছ থেকে দূরে রাখে।”

বিশি রোড এলাকার ব্যবসায়ী ক্রিস রেইথ জানান, রেস ডে-তে সকাল পর্যন্ত কিছু বিক্রি হয়, তারপর রাস্তা ফাঁকা হয়ে যায়। বাসিন্দারা ভয়ে বাইরে বের হন না।

স্থানীয় ডিজে কাজি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্রিটেনে মানুষ শুধু মাতাল হতে চায়। শহরকে তারা নোংরা করে রাখে।” তিনি জানান, এইসব দিনগুলোতে তিনি ঘর থেকে বের হন না।

বাসিন্দা নিক অভিযোগ করেন, চুরির ঘটনা ঘটলেও রেস ডে-তে পুলিশ সহযোগিতা করতে চায় না। “তারা ফোনে বলে, রেস ডে চলছে, এখন কিছু করা যাবে না।”

তবে রেস ডে-তে আনন্দে মেতে থাকা পর্যটকদের অনেকে জানান, তারা ২৫ বছর ধরে এই আয়োজনে আসছেন, কখনও সমস্যা হয়নি।

নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানায়, রেস ডে-তে তারা অতিরিক্ত টহল দিয়ে থাকে এবং অসামাজিক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

বাসিন্দারা বলছেন, ঐতিহাসিক শহর ইয়র্ককে বাঁচাতে হলে, রেস ডে-র আয়োজনে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেই হবে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২১ জুলাই ২০২৫

আরো পড়ুন

নিজ দলের চেয়ারম্যান ও মন্ত্রীকে বরখাস্ত করলেন ঋষি সুনাক

ক্যানসারমুক্ত হলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

ব্যাংক অফ ইংল্যান্ডের সতর্কবার্তা: ধারণার চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে উচ্চ মূল্যস্ফীতি

নিউজ ডেস্ক