17.4 C
London
May 14, 2025
TV3 BANGLA
Training & Life skillভিডিওশীর্ষ খবর

ভাড়ার কারণে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করলো সিএনজি চালকরা, সিলেটে প্রতিবাদ (ভিডিও)

অগ্রণী ব্যাংকের জৈন্তাপুরের গ্যাস ফিল্ড শাখার কর্মকর্তা মওদুদ আহমদ (৩৪)। তার কর্মস্থল হরিপুরের গ্যাস ফিল্ডে হলেও তিনি থাকতেন সিলেট শহরের রাজারগলি এলাকার একটি ভাড়া বাসায়।
কর্মস্থল থেকে বাড়ি ফিরবার উদ্দেশ্যে সিএনজি যোগে কোর্ট পয়েন্টে আসেন মওদুদ। সেখানেই ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় সিএনজি চালকের সঙ্গে।
এরপর সিএনজি স্ট্যান্ডের ফাঁকা স্থানে নিয়ে তাকে এলোপাতারি মারধোর করেন কয়েকজন পরিবহনকর্মী। প্রায় ১৫ মিনেটের মারধরে নিস্তেজ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলেও বেঁচে ফেরা সম্ভব হয় না তার পক্ষে।

পরিবহন শ্রমিকদের এমন নিষ্ঠুর ও বেপরোয়া কাজে ক্ষোভে ফুঁসে ওঠে সকল ব্যাংক কর্মকর্তাসহ সিলেটের সচেতন মহল।

আরো পড়ুন

এনার্জি বিলের ক্যাপ ২ হাজার ৫০০ পাউন্ড নির্ধারণ করতে চান লিজ ট্রাস

যুক্তরাজ্যে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পাবে বাংলাদেশ

কোন মানুষই অবৈধ নয় ​ | 29 September, Wednesday at 10 PM