6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকদক্ষিণ এশিয়া

ভারতে অভিনব শাস্তি দিলেন বিচারক

রাস্তায় বেপরোয়া ভাবে অটো চালাতে গিয়ে একটি মোটরবাইককে ধাক্কা মেরেছিলেন আটোচালক উমর খান।
মহারাষ্ট্রের মালেগাঁওয়ের আটোচালক উমর খান নিজের দোষ স্বীকার না করে উল্টো মারধর করেন বাইকচালককে।
২০১০ সালে মালেগাঁওয়ের পাওয়ারলুম এলাকার সেই ঘটনায় দোষী সাব্যস্ত উমরকে অভিনব শাস্তি দিল মালেগাঁও আদালত। কারাদণ্ডে বদলে তাঁকে দিনে ৫ বার নমাজ পড়া এবং ২টি গাছ লাগানোর শাস্তি দিয়েছেন বিচারক তেজবন্ত সান্ধু।
বিচারক জানিয়েছেন, ১৯৫৮ সালের অপরাধ দমন আইনের ৩ নম্বর ধারা অনুযায়ী এক জন বিচারক তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে দোষীকে মুক্তি দিয়ে অপরাধমূলক প্রবণতা সংশোধনের সুযোগ দিতে পারেন। এ ক্ষেত্রে তিনি সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছেন।
পুলিশ সূত্রের খবর, বাইকচালকের অভিযোগের ভিত্তিতে উমারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (ইচ্ছাকৃত ভাবে আঘাত করা), ৩২৫ (গুরুতর জখম করা), ৫০৪ (ইচ্ছাকৃত ভাবে শান্তিভঙ্গের চেষ্টা) এবং ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারায় মামলা করা হয়েছিল। এর মধ্যে ৩২৩ ধারায় তাঁর অপরাধ প্রমাণিত হয়েছে। সাধারণ ভাবে এ ক্ষেত্রে জেল এবং জরিমানার সাজা বরাদ্দ হলেও ‘মাথা গরম’ হিসাবে পরিচিত উমরকে সংশোধনের সুযোগ দিয়েছেন বিচারক সান্ধু।
এম.কে
০১ মার্চ ২০২৩

আরো পড়ুন

ছয় মাস পর বদলে যায় নাগরিকত্ব

বাইডেনের শেষ সময়ে নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, বিপুল ভোটে জয়ের পথে পুতিন