5.9 C
London
November 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

ভারতে শিগগিরই ভূমিকম্প? ডাচ গবেষক, যিনি তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন

তুরস্ক এবং সিরিয়া এবং লেবাননে ব্যাপক ভূমিকম্পের তিন দিন আগে, ডাচ গবেষক ফ্রাঙ্ক হুগারবিটস টুইটারে এটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানে ভূমিকম্পের ক্রিয়াকলাপও অনুমান করেছেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ফ্রাঙ্ক হুগারবিটসকে আফগানিস্তানে একটি বড় ভূমিকম্পের পূর্বাভাস দিতে দেখা যায়।

ডাচ গবেষকের মতে, ভূমিকম্পের কার্যকলাপ শেষ পর্যন্ত পাকিস্তান ও ভারত অতিক্রম করার পর ভারত মহাসাগরে শেষ হবে।

টুইটারে মুহম্মদ ইব্রাহিম ভিডিওটি শেয়ার করেছেন এবং লিখেছেন, “ডাচ গবেষক @hogrbe যিনি তিন দিন আগে #তুরস্ক এবং #সিরিয়াতে ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন, #আফগানিস্তানে, #পাকিস্তান এবং #ভারত হয়ে একটি বড় আকারের ভূমিকম্পের পূর্বাভাস দিয়েছিলেন। @AlkhidmatOrg”।

আরো পড়ুন

Access to Nursing & Midwifery 🔹 9 September

ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত

যুক্তরাজ্যে কেয়ার ওয়ার্কার ভিসার গোলকধাঁধা ফেঁসে গিয়েছেন প্রবাসী কর্মীরা