24.6 C
London
September 19, 2024
TV3 BANGLA
বাকি বিশ্ব

ভারতের বাংলা ভাষা শহীদদের ভাস্কর্য ভাংচুর

ভারতের পশ্চিমবঙ্গে বাংলা ভাষা শহীদের ভাস্কর্য ভাংচুর হয়েছে। বৃহস্পতিবার ভারতের সংবাদ প্রতিদিন অনলাইন সংস্করণ এ তথ্য নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে, বুধবার দিবাগত গভীর রাতে পশ্চিমবঙ্গের কলকাতা বেলেঘাট সিআইটি মোড়ে এ ঘটনা ঘটে।

সিমিএম-বিজেপি মিলে এই নোংরা পৈশাচিক কাণ্ড করেছে বলে দাবি করেছে তৃণমূল। এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূলের নেতা-কর্মীরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলনে বাংলাদেশে ভাস্কর্য ভাঙ্গার ঘটনা ঘটেছে। এবার খাস পশ্চিবঙ্গের কলকাতায় ভাঙ্গচুর করা হলো বাংলা ভাষা শহীদদের ভাস্কর্য।

প্রতিবেদনে আরো বলা হয়, ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে তৃণমূল। ধরনা শুরু করেন। ঘটনাস্থল ঘুরে দেখেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

স্থানীয় নেতৃত্ব প্রসঙ্গে বেলেঘাটা এলাকার প্রাক্তন কাউন্সিলর পবিত্র ঘোষ বলেন, এই নোংরা, পৈশাচিক, ষড়যন্ত্রকারী আন্দোলকারীদের কঠিনতম শাস্তি চাই। সবাই গর্জে উঠুন।

তাদের অভিযোগ, সিপিএম-বিজেপি মিলে এই ঘটনা ঘটিয়েছে। প্রত্যেকের শাস্তি দাবি করেছে তারা।

সূত্রঃ সংবাদ প্রতিদিন

এম.কে
১৫ আগস্ট ২০২৪

আরো পড়ুন

অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় বিশ্বের ১২টি দেশ

অনলাইন ডেস্ক

মাস শেষে কিছুই থাকে না নিম্ন আয়ের মার্কিনিদের হাতে

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার হচ্ছে দ্রুতগতিতে পারকিনসন্স রোগ শনাক্তে