করোনা ভাইরাসের অতি সংক্রামক নতুন রূপ প্রতিরোধ করতে গত ডিসেম্বরে আরোপ করা ‘প্রবেশ নিষেধাজ্ঞা’ তুলে নিয়েছে সৌদি আরব।
রোববার (৩ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আরব নিউজ।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, রোববার বেলা ১১টা থেকে সাগর, স্থল ও আকাশপথে সৌদি আরবে প্রবেশ করা যাবে। ফলে দেশটিতে আবারও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করতে পারবে।
তবে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা’সহ নতুন বৈশিষ্ট্যের ভাইরাস শনাক্ত হওয়া দেশগুলো থেকে আগতদের জন্য ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের নির্দেশ দেয়া হয়েছে।
যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস সংক্রমণের জেরে গত ডিসেম্বরে সতর্কতা হিসেবে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় রিয়াদ।
৩ জানুয়ারি ২০২১
এনএইচ