মহানবী মুহাম্মদ (স.)- এর ব্যঙ্গচিত্র আঁকার কারণে বিতর্কে জড়ানো সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার (৪ অক্টোবর) বিবিসি স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানায় বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববারে (৩ অক্টোবর) লার্স ভিল্কস সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছাকাছি স্থানে একটি পুলিশের গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে কার্টুনিস্ট ভিল্কস ও দুই পুলিশ কর্মকর্তা নিহত এবং ট্রাকচালক আহত হন।
এদিকে রোববারের ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে, ভিল্কসের বন্ধু স্থানীয় একটি পত্রিকায় তার মৃত্যুর তথ্য জানান।
৭৫ বছর বয়সী ভিল্কস মহানবীর কার্টুন আঁকার ঘটনায় প্রাণনাশের হুমকিতে পড়ার পর পুলিশি নিরাপত্তায় বসবাস ও চলাফেরা করতেন। ২০০৭ সালে কার্টুনটি ঘটনায় অনেক ধর্মপ্রাণ মুসলমান ক্ষুব্ধ হয়ে ওঠেন।
৪ অক্টবর ২০২১
নিউজ ডেস্ক