16.5 C
London
May 13, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

মারা গেছেন ৬০ বছর গোসল না করা আমু হাজি

‘বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ’ আখ্যা পাওয়া ইরানের আমু হাজি মারা গেছেন। কয়েক দশক ধরে গোসল না করার কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন।

 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কয়েক মাস আগে শেষ পর্যন্ত গোসল করতে রাজি জন আমু। আর গোসল করার পরই তিনি অসুস্থ হন। কয়েক মাস অসুস্থ থাকার পর রোববার তিনি মারা গেছেন। খবর বিবিসি ও দ্যা গার্ডিয়ানের।

 

আমু হাজি বসবাস করতেন ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের দেজগা গ্রামে একটি গর্তে। রাতযাপন করেন ওই গর্তে, যা অনেকটা কবরের মতো।

২০১৪ সালে তেহরান টাইমস জানিয়েছিল আমু হাজি রাস্তায় পড়ে থাকা মরা প্রাণী এবং জীব-জন্তুর বিষ্ঠার তৈরি সিগারেট খেতেন।

 

একবার ওই এলাকার কিছু ‘দুষ্টু’ বালক তাকে জোর করে গোসল করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু কৌশলে তিনি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

 

পুরনো ছেঁড়া কাপড় পোশাক হিসেবে ব্যবহার করেন আমু। শীতের সময় আরামের জন্য বাড়তি হিসেবে একটি হেলমেট ব্যবহার করেন!

 

পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উদাসীন আমু হাজি গাড়ির আয়নায় তাকিয়ে নিজের চেহারা দেখার মনোবাসনা নিবৃত করেন। আর চুল কাটার ইচ্ছা হলে আগুনে পুড়িয়ে দেন!

 

২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার প্রিয় খাবার সজারু।

 

বছরের পর বছর গোসল না করায় তার ত্বকেও পরিবর্তন আসে, ময়লার আস্তরণ তৈরি হয় তার চামড়ায়। আমু হাজির ধূমপানের একটি ছবি রয়েছে যেখানে তাকে এক সঙ্গে একাধিক সিগারেট টানতে দেখা যায়।

 

২৭ অক্টোবর ২০২২
নিউজ ডেস্ক

আরো পড়ুন

২১ জুন বিধিনিষেধ তুলে ফেলার ব্যপারে সতর্ক হতে হবে: বরিস জনসন

জানা গেলো রাজা চার্লসের রাজ্যাভিষেকের তারিখ

পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটে পূর্ব লন্ডন জুড়ে আবর্জনার স্তূপ