8.5 C
London
February 23, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

মিয়ানমারের বিক্ষোভে ৭০ জন নিহত হয়েছে: জাতিসংঘ

মিয়ানমারে অভ্যুত্থান পরবর্তী বিক্ষোভে অন্তত ৭০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত।

 

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবারও (১২ মার্চ) মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন।

 

দেশটির দ্বিতীয় বৃহৎ শহর মান্দালায় পুলিশের এলোপাতাড়ি গুলিতে দুই জন, কেন্দ্রীয় শহর পিয়ায় একজন ও বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে দু’জন নিহত হয়েছেন।

 

রয়টার্স জানিয়েছে, মিয়ানমারে এ পর্যন্ত ৭০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত ২৬৪ জন মিয়ানমারের নাগরিক পালিয়ে ভারতে চলে গেছেন। তাদের মধ্যে ১৯৪ জন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার।

 

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। প্রতিবাদে দুই দিন পর থেকে নাগরিক অসহযোগ আন্দোলন শুরু করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

 

১৩ মার্চ ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

‘সামরিক অভ্যুত্থান আরও সংকটে ফেলতে পারে রাখাইনের রোহিঙ্গাদের’

অনলাইন ডেস্ক

মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘর্ষ, ৩৯ বিক্ষোভকারী নিহত

অনলাইন ডেস্ক

জমজম কূপের ভেতরের রহস্য অবাক করল ডুবুরিদের