17.9 C
London
September 18, 2025
TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশশীর্ষ খবর

মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে জনমত গঠনকারীদের তালিকাভুক্তির আহ্বান

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে বিশ্ব জনমত গঠনে অবদান রাখা ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আহ্বান জানিয়েছে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন।

 

রোববার (২৫ জুলাই) এই আবেদন আহ্বান করা হয়। এতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে বিশ্ব জনমত গঠনে অবদান রাখা ব্যক্তিবর্গের নাম তালিকাভুক্তি সংক্রান্ত সংশ্লিষ্ট আবেদন ফরমটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

 

এছাড়াও এ ফরমটি বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কন্স্যুলার উইং, বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহাম এবং ম্যানচেস্টার থেকে সংগ্রহ করা যাবে। যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ড থেকে যেসব প্রবাসীরা ওই ক্যাটাগরিতে আবেদন করতে ইচ্ছুক, তাদের সংশ্লিষ্ট ফরমটি ডাউনলোড ও যথাযথভাবে পূরণ করে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন বরাবর রেজিস্টার্ড ডাকযোগে অবিলম্বে পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে। খামের ওপর ‘মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে বিশ্ব জনমত গঠনে অবদান রাখা ব্যক্তিবর্গের নাম তালিকাভুক্তির আবেদন ফরম’ কথাটি স্পষ্টাক্ষরে লিখতে হবে।

 

ডাকযোগে পাঠানো আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্রের একটি স্ক্যান কপি নিচের ঠিকানায় ইমেইল করার জন্যও অনুরোধ করা যাচ্ছে: mission.london@mofa.gov.bd

 

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন সব আবেদনপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে পাঠানোর ব্যবস্থা নেবে। এ সংক্রান্ত আরও তথ্য জানতে চাইলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে সরাসরি ই-মেইলে যোগাযোগ করা যাবে: dg@jamuka.gov.bd

 

২৫ জুলাই ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

Modern Auction: Property Mortgage with BENECO

ওমরাহ পালনে ভিসা সংক্রান্ত নতুন নির্দেষণা

ওমিক্রন সংক্রান্ত ইংল্যান্ডের নতুন কোভিড আইন