আইপিএলের আগামী আসরকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল রোববার। এ দিনই ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো আইপিএল দলগুলোর ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে।
আইপিএলে বাংলাদেশের নিয়মিত মুখ সাকিবকে গতবার নিলামে ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। পরে অবশ্য সরে দাঁড়ান তিনি।
আইপিএলে ৯ আসরে অংশ নিয়ে মোট ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাটিংয়ে ৫২ ইনিংসে ১৯.৮৩ গড় ও ১২৪.৪৯ স্টাইক রেটে করেছেন ৭৯৩ রান। ফিফটি আছে দুটি।
বাঁহাতি স্পিনে ৭০ ইনিংসে তার শিকার ৬৩ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৪৪ করে। কলকাতার হয়ে তিনি শিরোপা জিতেছেন দুইবার।
আইপিএলের গত দুই আসরে দিল্লির হয়ে খেলেন মুস্তাফিজ। ২০২২ আসরে আট ম্যাচে তিনি উইকেট নেন ৮টি। ২০২৩ আসরে সুযোগ পান মাত্র দুটি ম্যাচে, উইকেট পান একটি।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে আগে তিনি খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসে।
গতবারের নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নিয়েছিল কলকাতা। তবে প্রথমবার টুর্নামেন্টটি খেলতে গিয়ে এই স্টাইলিশ ব্যাটসম্যান সুযোগ পান কেবল একটি ম্যাচে, আউট হন ৪ রান করে।
এম.কে
২৬ নভেম্বর ২০২৩