19.1 C
London
May 7, 2024
TV3 BANGLA
ফিচারশীর্ষ খবর

মৃত ব্যক্তির হয়ে কথা বলবে অ্যালেক্সা!

মৃতদের কণ্ঠ দিয়ে কথা বলা শুরু করতে সক্ষম হবে অ্যালেক্সা, জানিয়েহে অ্যামাজন।

 

সংস্থাটি বলেছে, তাদের এই ভয়েস সহকারী ডিভাইসটি মৃত ব্যক্তিদের চ্যানেল করতে এবং তাদের মতো কথা বলতে সক্ষম হবে। আর এই ফিচারটি সামনের একটি আপডেটে আসবে।

 

অ্যামাজন উল্লেখ করেছে যে আলেক্সাকে এভাবে কথা বললে প্রিয়জন হারানোর যন্ত্রণা দূর না হলেও নতুন আলেক্সা ভয়েসগুলি লোকেদের স্মৃতিকে দীর্ঘস্থায়ী করবে। মহামারি এই সত্যটির দিকে ইঙ্গিত করে যে, আমাদের মধ্যে অনেকেই ভালোবাসার মানুষকে হারিয়েছি।

 

বৈশিষ্ট্যটি সিস্টেমে ফিডের জন্য রেকর্ড করা অডিও মাত্র এক মিনিটের প্রয়োজন। সেই রেকর্ডিংটিকে পুরো ভয়েস তৈরি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা. অ্যালেক্সা এআই-এর অ্যামাজনের প্রধান বিজ্ঞানী রোহিত প্রসাদ একটি ঘোষণায় এ কথা বলেছেন।

 

২৩ জুন ২০২২
এনএইচ

আরো পড়ুন

ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে যেসব পরামর্শ দিয়েছে ব্রিটিশ সরকার

নিউজ ডেস্ক

How to deal with estate agent 🏠 বিলেতে বাড়ি কেনাবেচা

মানুষের রক্ত দিয়ে ক্যাফেতে তৈরি হচ্ছিল পানীয়