TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মেডিক্যাল ট্যুরিজমের ঝুঁকি আবার সামনেঃ তুরস্কে চিকিৎসার পর ব্রিটিশ নাগরিকের মৃত্যু

তুরস্কে হেয়ার ট্রান্সপ্লান্ট ও ডেন্টাল চিকিৎসা নেওয়ার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এক ব্রিটিশ যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৩৬ বছর বয়সী মেন্টর রামা নামে এই যুবক ইস্তাম্বুলে কসমেটিক চিকিৎসার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু চিকিৎসা শেষ হওয়ার পরপরই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয়।

ইস্তাম্বুলের ফূলিয়া এলাকায় একটি ক্লিনিকে তিনি প্রথমে হেয়ার ট্রান্সপ্লান্ট করান। পরদিন তিনি ভাদি ইস্তাম্বুল কমপ্লেক্সে অবস্থিত একটি ডেন্টাল ক্লিনিকে দাঁতের চিকিৎসা নেন। দুই ধাপের চিকিৎসা শেষ করে হোটেলে ফেরার পরই তিনি প্রচণ্ড অসুস্থ বোধ করতে থাকেন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তাকে দ্রুত সেয়রান্তেপে হামিদিয়ে এৎফাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ইস্তাম্বুল ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটে। তুর্কি পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

পরিবারের অনুরোধে মেন্টর রামার মরদেহ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানায়, তারা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

ঘটনাটি নিয়ে আবারও আলোচনায় এসেছে ‘মেডিক্যাল ট্যুরিজম’— বিশেষ করে কম খরচে হেয়ার ট্রান্সপ্লান্ট, দাঁতের চিকিৎসা ও কসমেটিক সার্জারির জন্য তুরস্কে যাওয়া হাজারো ব্রিটিশ নাগরিকের নিরাপত্তা মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলেন, এসব চিকিৎসার আগে ক্লিনিকের মান, নিবন্ধন, চিকিৎসকের দক্ষতা এবং অপারেশন-পরবর্তী পর্যবেক্ষণ ব্যবস্থার বিষয়ে রোগীদের সচেতন থাকা অত্যন্ত জরুরি।

চিকিৎসা নিতে গিয়ে এভাবে প্রাণ হারানোর ঘটনায় যুক্তরাজ্য ও তুরস্কের স্বাস্থ্য কর্তৃপক্ষের নজরদারি ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

সূত্রঃ দ্য সান

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ইস্টার্ন এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল, দেউলিয়াত্বের পথে বিমান সংস্থা

পোস্ট-স্টাডি ভিসা কমলেও যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আবেদনে রেকর্ড বৃদ্ধি

সাত দিনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বিমান ব্যয় ৬ কোটি টাকা

নিউজ ডেস্ক