13 C
London
October 27, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মেধাবীদের জন্য ব্রিটেনের ইমিগ্রেশনে ‘ফাস্ট-ট্র্যাক’ পদ্ধতি

যুক্তরাজ্যের ইমিগ্রেশন নিয়মের অধীনে যেসব মানুষ অস্কার, গ্র্যামিস এবং নোবেল পুরস্কার জিতেছেন, তাদের কেসগুলো ‘ফাস্ট-ট্র্যাক’ বা দ্রুত পন্থা অবলম্বনের একটি পরিকল্পনা প্রকাশ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্র সচিব।

 

স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল বলেন, পয়েন্ট-ভিত্তিক ইমিগ্রেশন নীতি কতোটা সেরা তার একটি উদাহরণ হয়ে থাকবে এই নীতি।

 

গোল্ডেন গ্লোব, বাফটাস, ব্রিট অ্যাওয়ার্ডস এবং মোবস পুরস্কারও ফাস্ট-ট্র্যাক লিস্টে আনার ব্যাপারে বিবেচনা করা হবে।

 

গ্লোবাল ট্যালেন্ট রুটে ছয়টি সংস্থার মছ্যে যে কোনো একটি অনুমোদন থাকলে তা আপনার জন্য প্রযোজ্য।

 

বুধবার (১২ মে) থেকে এই নিয়মের অধীনে যোগ্য ব্যক্তিরা একটি একক ভিসার জন্য আবেদন করতে পারবেন।

 

সংগীতশিল্পীরা এবং অভিনেতারা সতর্ক করেছেন যে ইইউর সাথে মুক্ত লেনদেন্র সমাপ্তি তাদের ভ্রমণের দক্ষতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করবে – যা শিল্পীদের অন্যতম প্রধান আয়ের উৎস।

 

প্রীতি প্যাটেল বলেছেন, এই মেধাবী লোকগুলোকে দেওয়ার জন্য অনেক কিছু রয়েছে যুক্তরাজ্যের।

 

তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো বিশ্বের শীর্ষস্থানীয় আর্টস, বিজ্ঞান, সংগীত এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও উন্নত হওয়ার সাথে সাথে তাদের আসতে এবং কাজ করার স্বাধীনতা প্রদান করবে।

 

আমাদের নতুন পয়েন্ট-ভিত্তিক ইমিগ্রেশন সিস্টেমটি ঠিক এটির জন্যই তৈরি করা হয়েছিল – তারা কোথা থেকে এসেছে সেটির বদলে তাদের মেধার মূল্যায়ন।

 

১১ মে ২০২১
এনএইচটি

 

 

আরো পড়ুন

ইউরোপ ভ্রমণের জন্য নাগরিকদের ই-গেইট ব্যবহারের চুক্তি করতে উদগ্রীব যুক্তরাজ্য

টিকার দাবিতে প্রবাসীদের বিক্ষোভ

যুক্তরাজ্যের ওয়েলসে সব PAYG রুটে মাত্র £1 ভাড়ায় ট্রেন ভ্রমণের সুযোগ

নিউজ ডেস্ক