17.8 C
London
August 29, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্য

মেহমানদের সুযোগ দিতে মক্কাবাসীকে মসজিদুল হারামে না যেতে পরামর্শ

পবিত্র রমজান মাসে মক্কার স্থানীয় বাসিন্দাদের গ্র্যান্ড মসজিদে পুন্যার্থীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ভিড় কমানো এবং দূর থেকে আসা মুসল্লিদের কাবা শরীফ দেখার সুযোগ দিতেই এই আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ বিষয়ে বার্তা দেয় মন্ত্রণালয়। ওই পোস্টে বলা হয়, ‘আল্লাহর মেহমানরা মক্কারও মেহমান। তাই চলুন তাদের প্রতি পরহিতব্রতী হই এবং তাদের গ্র্যান্ড মসজিদে জায়গা করে দেই।’

পবিত্র রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদে লাখ লাখ মুসলিম ভিড় করেন। এ সময় সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের বহু দেশ থেকে দলে দলে মক্কায় হাজির হন মুসলিমরা। মূলত এ কারণেই মক্কাবাসীকে নামাজ আদায়ে অন্য মসজিদগুলোতে যেতে উদ্বুদ্ধ করা হলো।

মন্ত্রণালয় আরও বলেছে, পুরো মক্কাই পবিত্র। ফলে এই স্থানের যে কোনো মসজিদে নামাজ আদায় করলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। গত ১১ মার্চ সৌদিতে রমজান মাস শুরু হয়।

এম.কে
২৬ মার্চ ২০২৪

আরো পড়ুন

হজ ভিসায় নতুন নিয়ম আনল সৌদি আরব

 বিশ্বের নতুন ‘কোভিড হটস্পট’ ইসরায়েল

অনলাইন ডেস্ক

ইসরায়েলের জন্য আকাশপথ নিষিদ্ধ করলো সৌদি