19.5 C
London
October 6, 2025
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

মেয়াদোত্তীর্ণ ভিসার প্রবাসীরা সৌদি ফিরতে পারবেন ৩ বছর পর

সৌদি আরব থেকে এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে দেশে আসা প্রবাসীদের মধ্যে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ফিরতে তিন বছর অপেক্ষা করতে হবে। সোমবার (৩১ জানুয়ারি) সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) এই তথ্য জানিয়েছে। সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

 

জাওয়াজাত জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সৌদি আরব আসতে না পারা প্রবাসীরা আগামী তিন বছরের মধ্যে দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

 

খবরে বলা হয়েছে, যারা নতুন কাজের ভিসায় আগের নিয়োগ কর্তার কাছে ফিরবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

 

মহামারির কারণে বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবের সঙ্গে বিমান যোগাযোগ দীর্ঘদিন বন্ধ থাকায় এক বছর আগে এক্সিট ও রিএন্ট্রি ভিসায় আসা অনেক প্রবাসীরা আটকা পড়েন। এদের মধ্যে অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

 

৩১ জানুয়ারি ২০২১
নিউজ ডেস্ক

আরো পড়ুন

হজযাত্রীদের ৩৫ ভাষায় অনুদিত কোরআনের ১০ লাখ কপি উপহার দেবে সউদী আরব

যুক্তরাজ্যে ঘোষণা হতে যাচ্ছে নতুন বাজেট

নিউইয়র্ক সিটি অভিবাসীদের আগমনের সাথে তাল মিলিয়ে চলতে লড়াই করছে