8.1 C
London
April 11, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য ঘানাকে ফিরিয়ে দিতে যাচ্ছে ১৫০ বছর আগের ইতিহাসের অংশ

যুক্তরাজ্য ঘানা হতে ১৫০ বছর আগে লুটে আনা “ক্রাউন রত্ন” ফেরত পাঠাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে প্রকাশিত হয়। বিবিসি প্রকাশ করে যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ৩২ টি বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রীর মাঝে একটি সোনার পাইপও রয়েছে। ভিক্টোরিয়া এন্ড অ্যালবার্ট যাদুঘর (ভিএন্ডএ) হতে ১৭ টি এবং ব্রিটিশ যাদুঘর থেকে ১৫ টি মূল্যবান সামগ্রী ফেরত দেয়া হবে।

যে আইটেমগুলি ফেরত দেওয়া হবে, তাদের বেশিরভাগই ব্রিটিশ এবং আসান্তের মধ্যে ১৯ শতকের যুদ্ধের সময়ে অধিগ্রহণ করা হয়েছিল। এতে রাজ্যের গর্ব ও শৌর্যবীর্যের প্রতীক তলোয়ার ও সোনার ব্যাজ অন্তর্ভুক্ত রয়েছে।

ভিএন্ডএর পরিচালক ট্রিস্ট্রাম হান্ট বিবিসিকে বলেছেন ফেরত দেয়া কোর্ট রেজালিয়ার সোনার আইটেমগুলি “আমাদের ক্রাউন রত্ন” এর সমতুল্য। যা ঘানার ইতিহাসের অংশ।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৫ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

খাদ্যদ্রব্যের দাম আরও বাড়ার সতর্কতা

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অতি ঠাণ্ডায় বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

‘দুই বছর পর পর ফিফা বিশ্বকাপ হতে পারে সমুদ্রে মৃত্যুর সমাধান’

অনলাইন ডেস্ক