TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্য ঘানাকে ফিরিয়ে দিতে যাচ্ছে ১৫০ বছর আগের ইতিহাসের অংশ

যুক্তরাজ্য ঘানা হতে ১৫০ বছর আগে লুটে আনা “ক্রাউন রত্ন” ফেরত পাঠাচ্ছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে প্রকাশিত হয়। বিবিসি প্রকাশ করে যে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ৩২ টি বিভিন্ন ধরনের মূল্যবান সামগ্রীর মাঝে একটি সোনার পাইপও রয়েছে। ভিক্টোরিয়া এন্ড অ্যালবার্ট যাদুঘর (ভিএন্ডএ) হতে ১৭ টি এবং ব্রিটিশ যাদুঘর থেকে ১৫ টি মূল্যবান সামগ্রী ফেরত দেয়া হবে।

যে আইটেমগুলি ফেরত দেওয়া হবে, তাদের বেশিরভাগই ব্রিটিশ এবং আসান্তের মধ্যে ১৯ শতকের যুদ্ধের সময়ে অধিগ্রহণ করা হয়েছিল। এতে রাজ্যের গর্ব ও শৌর্যবীর্যের প্রতীক তলোয়ার ও সোনার ব্যাজ অন্তর্ভুক্ত রয়েছে।

ভিএন্ডএর পরিচালক ট্রিস্ট্রাম হান্ট বিবিসিকে বলেছেন ফেরত দেয়া কোর্ট রেজালিয়ার সোনার আইটেমগুলি “আমাদের ক্রাউন রত্ন” এর সমতুল্য। যা ঘানার ইতিহাসের অংশ।

সূত্রঃ বিবিসি

এম.কে
২৫ জানুয়ারি ২০২৪

আরো পড়ুন

ডিপোজিট মুক্ত ১০০% মর্গেজ

নিউজ ডেস্ক

ইংল্যান্ডে ফ্রি স্কুল মিলস সম্প্রসারণে বাস্তবে উপকৃত কম শিশুঃ আইএফএস বিশ্লেষণ

যুক্তরাজ্যে চ্যানেল টানেলে বিদ্যুৎ বিভ্রাটঃ ইউরোস্টার চলাচলে ভয়াবহ বিপর্যয়, হাজারো যাত্রী ভোগান্তিতে