যুক্তরাজ্যে স্বাস্থ্যখাতের নানা সমস্যা জটিল আকার ধারন করেছিল। তবে আজ যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং সুসংবাদ প্রদান করেছেন। স্বাস্থ্য সচিব ঘোষণা করেছেন জিপিদের সাথে বর্তমান সরকারের নতুন চুক্তি সাক্ষর হতে যাচ্ছে যার ফলে এপয়েন্টমেন্ট জটিলতার অবসান ঘটতে যাচ্ছে শীঘ্রই।
ধরে দীর্ঘদিনের কম তহবিলের প্রভাব সহ্য করেছে, তবে এই পরিবর্তনগুলো “একটি গুরুত্বপূর্ণ মোড়” নির্দেশ করছে।
তিনি বলেন, “যখন আমরা দেখতে পাবো যে জিপি ক্লিনিকগুলোর বন্ধ হওয়ার হার কমতে শুরু করেছে, তখনই এই পরিবর্তনের বাস্তব প্রভাব বোঝা যাবে—কারণ ক্লিনিকগুলো বন্ধ হওয়া মানেই রোগীদের দীর্ঘ অপেক্ষার শিকার হওয়া।”
তিনি আরও বলেন, “তবে, সরকারকে অবশ্যই বর্তমান পার্লামেন্টের মেয়াদের মধ্যেই একটি নতুন চুক্তি নিয়ে আসার প্রয়োজনীয়তা স্বীকার করতে হবে, যাতে কার্যকর সংস্কার এবং প্রয়োজনীয় বিনিয়োগ সম্ভব হয়।
শুধুমাত্র তখনই আমরা এনএইচএসের প্রবেশদ্বার খোলা রাখতে পারব, সময়মতো রোগীদের সেবা দিতে পারব এবং পুরো স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমাতে পারব।”
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই পরিবর্তনগুলো এনএইচএসের অন্যান্য অংশ, বিশেষ করে জরুরি বিভাগ (A&E) এর ওপর চাপ কমাতেও সহায়তা করবে।
সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট
এম.কে
২৮ ফেব্রুয়ারি ২০২৫