6.2 C
London
December 27, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে অনেক আশ্রয়প্রার্থী শিশু অপহরণের শিকার

যুক্তরাজ্যের ব্রাইটনের একটি হোটেল থেকে অনেক আশ্রয়প্রার্থীর সন্তানকে অপহরণ করেছে একটি অপরাধী চক্র। হোটেলটি পরিচালনা করে বৃটেনের স্বরাষ্ট্র দপ্তর। পশ্চিম উপকূলের অনেক স্থানে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ গণমাধ্যম অবজারভারের তদন্তে উঠে এসেছে।

স্বরাষ্ট্র দপ্তরের ঠিকাদার মিটি’র হয়ে কাজ করেন এমন একজন হুইসেল ব্লোয়ার জানিয়েছেন, শিশুদের হোটেলের বাইরের রাস্তা থেকে তুলে নিয়ে গাড়িতে করে পাচার করা হচ্ছে।
সূত্রটি বলছে, এই শিশুদের আক্ষরিক অর্থেই হোটেলের বাইরে থেকে তুলে নেওয়া হচ্ছে। এরপর আর তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এদের তুলে নিচ্ছে শিশু পাচারকারী চক্র।
সূত্রটি আরো জানায়, পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র দপ্তরকে বারবার সাবধান করে বলা হয়েছিলো, যেসব শিশু বাবা-মা অভিভাবক ছাড়া যুক্তরাজ্যে আশ্রয় প্রার্থী হিসেবে এসেছে তারা এ ধরনের অপরাধী চক্রের লক্ষ্যবস্তুততে পরিণত হতে পারে।

সাসেক্সের একটি হোটেলে বাবা-মা ছাড়া যুক্তরাজ্যে এসেছে এমন ৬ শতাধিক শিশু আশ্রয় পেয়েছে। এদের মধ্যে ১৩৬ জনের সন্ধান পাওয়া যাছে না বলে পুলিশকে জানানো হয়েছিলো। এরমধ্যে পরবর্তীতে ৭৯ জনের কোন খবরই পাওয়া যায়নি।

 

সূত্র: দ্য গার্ডিয়ান

আরো পড়ুন

পাসপোর্ট রিনিউ করতে পারবে বাংলাদেশি পরিচয়ে সৌদিতে যাওয়া রোহিঙ্গারা!

অনলাইন ডেস্ক

বৃটেনে ইনোভেটর ফাউন্ডার ভিসার দুয়ার খুলছে বাংলাদেশিদের জন্যও

হয়রানির ফলে বিরতিতে গেলেন লেবার এমপি আপসানা

অনলাইন ডেস্ক