যুক্তরাজ্যের ৫৫ ইনগ্রেবোর্ন রোডের একটি আবাসিক সম্পত্তিতে অনুমোদন ছাড়াই ‘হাউস ইন মাল্টিপল অকুপেশন’ (HMO) হিসেবে ব্যবহার করার অভিযোগে হ্যাভারিং কাউন্সিল এনফোর্সমেন্ট নোটিশ জারি করেছে।
এই নোটিশের বিস্তারিত হ্যাভারিং কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত পাবলিক এনফোর্সমেন্ট তালিকায় যুক্ত করা হয়েছে।
ডকুমেন্ট অনুযায়ী, কাউন্সিল কর্মকর্তারা উল্লেখ করেছেন যে ঐ ঠিকানায় “পরিকল্পনা নিয়ন্ত্রণ লঙ্ঘন” হয়েছে। অভিযোগে বলা হয়েছে, একটি সাধারণ বাসস্থানের বেআইনি রূপান্তর ঘটেছে — সেটি HMO হিসেবে ব্যবহৃত হচ্ছে, অথচ এর জন্য পরিকল্পনা অনুমোদন নেওয়া হয়নি।
কাউন্সিলের মতে, এই বেআইনি কার্যকলাপ গত দশকের মধ্যে শুরু হয়েছে এবং সেটি সংশোধনের জন্য ব্যবস্থা গ্রহণ জরুরি।
নোটিশে বলা হয়েছেঃ
*সম্পত্তিটিকে HMO হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে
*HMO ব্যবহার উপযোগী রান্নাঘর, বাথরুম ও অন্যান্য সুবিধা সরিয়ে ফেলতে হবে
*এই ব্যবহারের ফলে সৃষ্ট সমস্ত বর্জ্য ও সামগ্রী অপসারণ করতে হবে
*এইসব কাজ আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে।
কাউন্সিল মোট পাঁচটি কারণ দেখিয়ে এনফোর্সমেন্ট নোটিশ জারি করেছে। এর মধ্যে রয়েছেঃ
*পরিকল্পনা নিয়ন্ত্রণ লঙ্ঘন
*নিম্নমানের নকশা ও বাসযোগ্যতার অভাব
*পর্যাপ্ত পার্কিং সুবিধার প্রমাণ না থাকা
*শব্দ, উৎপাত ও অতিরিক্ত কার্যকলাপ থেকে প্রতিবেশীদের শান্তিতে বিঘ্ন
*আবাসিক পরিবেশের ওপর ‘গুরুতর ক্ষতি’
এই ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং কর্তৃপক্ষ এখন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
সূত্রঃ মিরর
এম.কে
১৬ মে ২০২৫