4.3 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে কমছে গড় মজুরি, জীবনযাত্রা ব্যাহত

দিনদিন জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাচ্ছে যুক্তরাজ্যে। এমন নাজুক পরিস্থিতিতে দেশটির সাত লাখ মানুষ গত মাসে বাড়ির মর্গেজের কিস্তি দিতে পারেননি। বাড়ি ভাড়াও দিতে পারেননি অনেকে। ২০ লাখ পরিবার কোনো না কোনো বিল পরিশোধ করতে অক্ষম হয়ে পড়েন। এদিকে প্রয়োজনীয় ব্যয় নির্বাহে যেকোনো একটি খাতে ছাড় দিতে হয়েছে ১ কোটি ৬৬ লাখ পরিবারকে।

হুইচ নামের ভোক্তা সংগঠনের বরাত দিয়ে বলা হয়েছে, বাড়ি ভাড়া দিতে না পারার হার অনেক বেশি। হুইচের জরিপে যারা অংশ নিয়েছেন, তাদের প্রতি ২০ জন ভাড়াটের মধ্যে ১ জন ভাড়া দিতে পারেননি।

গত বছরের এপ্রিল মাসে পরিস্থিতি এরচেয়েও খারাপ ছিল বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। গতবছর প্রায় ২৫ লাখ মানুষ বাড়িভাড়া, ঋণের কিস্তি বা ক্রেডিট কার্ডের বিল পরিশোধে ব্যর্থ হয়েছেন।

 

 

 

 

জরিপে অংশ নেওয়া ৫৯ শতাংশ বা দেশের মোট জনগোষ্ঠীর মধ্যে আনুমানিক ১ কোটি ৬৬ লাখ পরিবার গত মাসে ব্যয় মেটাতে গিয়ে অন্তত একটি খাতে ছাড় দিয়েছে বলে জরিপে জানা গেছে।

জ্বালানির উচ্চমূল্যের কারণে যুক্তরাজ্যের মানুষ দিশেহারা। বেড়েছে সেখানকার জীবনযাত্রার ব্যয়। গত বছর মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। এই বাস্তবতায় অনেক মানুষ খাদ্য ব্যয় কমাতে বাধ্য হয়েছেন।

বিভিন্ন সংস্থার পূর্বাভাস, উচ্চ মূল্যস্ফীতির কারণে যুক্তরাজ্যের সাধারণ মানুষের গড় প্রকৃত মজুরি কমে যাবে। এতে আগামী দুই বছর তাদের জীবনযাত্রার মান কমবে অন্তত ৭ শতাংশ। ২০২৪ সালের মার্চ পর্যন্ত এমন পরিস্থিতি চলতে পারে বলে প্রতিবেদনে জানা যায়।

 

আরো পড়ুন

কতো আয় হতে চলেছে টিকা আবিষ্কারকদের?

অনলাইন ডেস্ক

ঈশার আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাজ্য, নিহত দুই

হিজাব পরে হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে ইতিহাস গড়লেন এই নারী