11 C
London
October 29, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে নতুন হাইকমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন আবিদা ইসলাম

ব্রিটেনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আবিদা ইসলাম। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিয়োগের কথা জানিয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ২৭ জানুয়ারি ২০২৫ হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের হাইকমিশনার হিসেবে মহামান্য আবিদা ইসলাম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

মহামান্য আবিদা ইসলামের পেশাগত ক্যারিয়ার দীর্ঘ ও গৌরবময়। তিনি একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। উনার কর্মজীবনের কিছু উল্লেখযোগ্য দিক হলো:

আবিদা ইসলাম সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময় তিনি ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, এবং আইসল্যান্ডের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রেখেছেন।

তিনি জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জেনেভায় দায়িত্ব পালন করেন। সেখানে তিনি বিভিন্ন বহুপাক্ষিক বিষয়ে দক্ষতার পরিচয় দেন।

মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিষয়ক দপ্তরে তার ভূমিকা।তিনি বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে লস অ্যাঞ্জেলেসে কর্মরত ছিলেন।

আবিদা ইসলাম বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এবং আলোচনায় অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি দক্ষতার সঙ্গে দেশের অবস্থান তুলে ধরেছেন।

তার অভিজ্ঞতা ও দক্ষতার ফলে তিনি সবসময় বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে আসছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৮ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে ধর্ষণ-মৃত্যুর হুমকিতে এনজিও ও মানবাধিকার সংগঠন, অফিস বন্ধ করতে বাধ্য

হুতিদের সাথে শত্রুতায় মন্দার শঙ্কা যুক্তরাজ্যে

ব্রিটেনের আসছে সাতটি নতুন ড্রাইভিং আইন

নিউজ ডেস্ক