16.6 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর কাণ্ডঃ কাচ মুছে জোরপূর্বক £২০ দাবিতে তোলপাড়

যুক্তরাজ্যে এক ভারতীয় শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি ঘটেছে লন্ডনের এক সড়কে, যার ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, শিক্ষার্থী কোনো অনুমতি ছাড়াই পার্ক করা একটি গাড়ির কাচ পরিষ্কার করেন। কাজ শেষ করে তিনি গাড়ির মালিকের কাছে £২০ (প্রায় ২,৩০০ টাকা) দাবি করেন। এতে মালিক বিস্মিত হয়ে জানিয়ে দেন, তিনি কখনোই এ ধরনের সেবা চাননি।

তবে শিক্ষার্থী নিজের অবস্থানে অনড় থেকে যুক্তি দেন, “এটাই তো জীবনযাত্রার খরচ।” এ বক্তব্য শুনে মালিক আরও ক্ষুব্ধ হয়ে পড়েন এবং আশেপাশের লোকজনও ঘটনাটি দেখে হতবাক হন।

পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। গাড়ির সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী হুঁশিয়ারি দেন, “যেতে চাইলে আমাকে ধাক্কা দিয়ে যেতে হবে।” এতে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমতে থাকে।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শিক্ষার্থীর আচরণকে ‘চাঁদাবাজি’র সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ বলছেন, যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই অস্বাভাবিক চাপে পড়ছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
৩১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

ইউনিভার্সাল ক্রেডিট দাবিদাররা অপারেশন ‘রেড মিটের’ নতুন শিকার

অনলাইন ডেস্ক

২০২৩ সালের জন্যে লন্ডন বিশ্বের সেরা শহর মনোনীত

বিবিসি অফিসের সম্মুখভাগে ফিলিস্তিনি গ্রুপের রং ছুঁড়ে প্রতিবাদ