TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মসজিদের বাইরে ইঁদুর ছেড়ে দেওয়ায় এক ব্যক্তির কারাদণ্ড

যুক্তরাজ্যের শেফিল্ড শহরের একটি মসজিদের বাইরে বন্য ইঁদুর ফেলে দেওয়ার পর সেই ভিডিও ধারণ করা এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৬৬ বছর বয়সী এডমন্ড ফাওলার শেফিল্ড গ্র্যান্ড মসজিদের বাইরে তার গাড়ির পেছন থেকে ইঁদুরগুলো নামাতে গিয়ে ভিডিওটি ধারণ করেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ইঁদুরগুলো মসজিদের বেড়া ভেদ করে ভবনের ভেতরে ঢুকে পড়ছে।

মে থেকে জুনের মধ্যে ফাওলার আরও তিনবার এই কাজটি করেছিলেন। এসব বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

শেফিল্ডের ম্যাজিস্ট্রেট আদালতে তিনি চারটি ‘বর্ণবাদী হয়রানির’ অভিযোগে দোষী সাব্যস্ত হন। এর ফলে তাকে ১৮ মাসের কারাদণ্ড এবং মুক্তির পর আরও ১৮ মাসের জন্য মসজিদের কাছে যেতে নিষেধ করা হয়েছে।

মসজিদের ব্যবস্থাপক এক বিবৃতিতে বলেছেন, সম্প্রদায়ের সদস্যরা ‘আরও হয়রানির ভয়ে ভীত। অনেকে এখন মসজিদে আসতে ভয় পাচ্ছেন।’

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে
১৮ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে ১০,০০০ শরণার্থী ভিসা চালু করার আহ্বান

নিউজ ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী হয়ে যুক্তরাজ্য সরকারে ফিরলেন ডেভিড ক্যামেরন

র্নীতির দায়ে যুক্তরাজ্যে বিচারক ও আইনজীবীদের সাজা