13.7 C
London
May 18, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যে রাজ্যাভিষেকের প্রেক্ষিতে নতুন মুদ্রা আসছে বাজারে

১ পেনি,২ পেনি , ৫ পেনি, ১০ পেনি, ২০ পেনি, ৫০ পেনি,  ১ পাউন্ড এবং ২ পাউন্ডের নতুন ডিজাইন করা মুদ্রা খুব শীঘ্রই যুক্তরাজ্যের জনসাধারণের হাতে ব্যবহারের জন্য উন্মুক্ত হবে বলে নিশ্চিত করেছে স্কাই নিউজ।

রাজার রাজ্যাভিষেকের প্রেক্ষিতে গত মাসে রয়্যাল মিন্ট নতুন মুদ্রাসমূহ উন্মোচন করেছিল বলে জানা যায়। পুরাতন মুদ্রায় বিভিন্ন পরিবর্তন এনে নতুন মুদ্রা সাজিয়েছে রয়্যাল মিন্ট বলে জানায় সংবাদমাধ্যম।

মুদ্রাগুলি ইতিমধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়েছে এবং নভেম্বরের শেষের দিকে পাবলিকের হাতে ব্যবহারের জন্য পৌঁছাবে বলে জানা যায়।

এম.কে
০২ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

ইউরোপ ভ্রমণের জন্য নাগরিকদের ই-গেইট ব্যবহারের চুক্তি করতে উদগ্রীব যুক্তরাজ্য

সদর দফতর বিক্রি করবে ব্রিটিশ এয়ারওয়েজ!

অনলাইন ডেস্ক

হজ করতে ১ বছর ধরে হাঁটলেন এক যুবক