ব্রিটেনে পাঁচ বছরের বেনেডিক্ট ব্লাইথ স্কুলে গরুর দুধে তীব্র অ্যালার্জি প্রতিক্রিয়ায় মারা যাওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। তদন্তে প্রকাশ পেয়েছে, সংশ্লিষ্ট স্কুলটি অ্যালার্জি আক্রান্ত শিক্ষার্থীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়নি। ঘটনাটি অভিভাবক ও অ্যালার্জি বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
বেনেডিক্টের ছয় বছরের বোন এট্টা মায়ের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে গিয়ে পিটিশন জমা দিয়েছে। তারা চায়, এমন মর্মান্তিক ঘটনা যাতে আর কোনো পরিবারকে না দেখতে হয়, সেজন্য স্কুল পর্যায়ে কঠোর আইন প্রণয়ন করা হোক।
মা হেলেন ব্লাইথ দাবি করেছেন, “বেনেডিক্টস ল” নামে একটি নতুন আইন চালু করতে হবে। এই আইনে সব স্কুলে অ্যালার্জি নীতি প্রণয়ন, পর্যাপ্ত অতিরিক্ত অ্যাড্রেনালিন পেন সংরক্ষণ এবং শিক্ষকদের অ্যালার্জি মোকাবিলায় বাধ্যতামূলক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকতে হবে। তার মতে, সঠিক প্রস্তুতি ও প্রশিক্ষণ থাকলে তার সন্তানের মৃত্যু এড়ানো সম্ভব হতো।
অভিভাবক ও স্বাস্থ্য সচেতন মহল বেনেডিক্টের পরিবারের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেছে, অ্যালার্জি আক্রান্ত শিশুদের জন্য প্রতিটি স্কুলে জরুরি চিকিৎসা ও প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করাই হবে তাদের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি। তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
১১ আগস্ট ২০২৫