TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে স্টুডেন্ট ফাইন্যান্সের বিকল্প ঋণের নির্দেশিকা পরিকল্পনা

যুক্তরাজ্যে বর্তমানে সমস্ত স্টুডেন্ট ফাইন্যান্স শিক্ষার্থীদের ক্ষেত্রে সুদ ধার্য করা হয়। এর ফলে কিছু মানুষ, বিশেষ করে কিছু মুসলমান, তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে প্রচলিত স্টুডেন্ট ফাইন্যান্স গ্রহণ করতে পারেন না, কারণ ইসলামে সুদ নেওয়া ও দেওয়া নিষিদ্ধ।
সরকার এমন একটি স্টুডেন্ট ফাইন্যান্স ঋণ প্রক্রিয়া চালুর প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে সুদের পরিবর্তে একটি বিকল্প পদ্ধতি থাকবে। এই নতুন অর্থায়ন পদ্ধতিটি ইসলামী অর্থনীতির নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং এটিকে বিকল্প স্টুডেন্ট ফাইন্যান্স ব্যবস্থা নামে পরিচিত করা হবে।

বিকল্প শিক্ষার্থী ঋণ কীভাবে কাজ করবে?

নতুন অর্থায়ন ব্যবস্থা শরিয়াহ সম্মত হিসেবে প্রত্যয়ন করা হবে। এটি তাকাফুল (Takaful) নামক ইসলামী অর্থায়ন নীতির ভিত্তিতে একটি পারস্পরিক সহায়তার পদ্ধতি অনুসরণ করবে।

বিকল্প স্টুডেন্ট ফাইন্যান্স ঋণ যে কোনো স্নাতক (undergraduate) শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে, যারা সাধারণ স্টুডেন্ট ফাইন্যান্স ঋণের জন্য যোগ্য।

শিক্ষার্থীরা টিউশন ফি এবং জীবনযাত্রার ব্যয় কভার করার জন্য বিকল্প অর্থপ্রদানের জন্য আবেদন করতে পারবেন, যা সুদযুক্ত ঋণের বিকল্প হিসেবে কাজ করবে। তারা প্রচলিত শিক্ষার্থী ঋণের মতোই স্টুডেন্ট ফাইন্যান্স ইংল্যান্ডের মাধ্যমে আবেদন করবেন।

পড়াশোনা শেষ করার পর, শিক্ষার্থীরা তাদের উপার্জনের ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেরত দেবেন, যা ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ, এই তহবিল শুধুমাত্র বিকল্প স্টুডেন্ট ফাইন্যান্স শিক্ষার্থীদের ঋণের জন্য ব্যবহৃত হবে।

যারা বিকল্প স্টুডেন্ট ফাইন্যান্সের জন্য আবেদন করবেন, তারা কোনো অতিরিক্ত সুবিধা বা অসুবিধার সম্মুখীন হবেন না। তাদের জন্য এটি প্রচলিত ঋণের সমানই হবে।

পরিশোধ ও অবদানঃ

বিকল্প শিক্ষার্থী ঋণের মাধ্যমে শিক্ষার্থীদের যে অর্থ প্রদান করা হবে, তা প্রচলিত শিক্ষার্থী ঋণের মতোই হবে। অর্থাৎ, একই পরিস্থিতিতে থাকা শিক্ষার্থীরা একই পরিমাণ আর্থিক সহায়তা পাবেন।

শিক্ষার্থীরা তাদের উপার্জনের ভিত্তিতে একটি তাকাফুল তহবিলে মাধ্যমে ঋণ পরিশোধ কার্যকর হবে। যা প্রচলিত ঋণের পুনঃপরিশোধের মতোই একই পরিমাণ ও একই সময়ে পরিশোধ করতে হবে। তবে, এই অর্থ পরিশোধ স্টুডেন্ট কত টাকা পেয়েছেন তার উপর ভিত্তি করে নির্ধারিত হবে না, বরং তারা কত উপার্জন করছেন তার উপর নির্ভর করবে।

বিকল্প শিক্ষার্থী ঋণ ব্যবস্থার উন্নয়নঃ

যুক্তরাজ্য সরকার প্রস্তাবিত বিকল্প শিক্ষার্থী ঋণ মডেল নিয়ে পরামর্শ গ্রহণ করেছে। সম্ভাব্য শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি বুঝতে গবেষণা চালিয়েছে সরকার। সুদবিহীন নতুন শিক্ষার্থী ঋণ ব্যবস্থা চালুর জন্য আইনগত অনুমোদন নেয়া হয়েছে বলে জানা যায়।

ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞদের সাথে কাজ করে সরকার নিশ্চিত করেছে যে এই ব্যবস্থা শরিয়াহ অনুযায়ী হবে।

Student Loans Company (SLC) এর সাথে কাজ করে এর বাস্তবায়নের সময়সীমা ও সম্ভাব্য সমাধান নির্ধারণ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

সরকার ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে’কে নিয়োগ দিয়েছে। যারা বিকল্প শিক্ষার্থী ঋণ ব্যবস্থার শরিয়াহ সার্টিফিকেশন সম্পন্ন করবে।

আইনি প্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনাঃ

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, বিকল্প শিক্ষার্থী ঋণের কার্যকারিতা নির্ধারণের জন্য আমরা গৌণ আইন (secondary legislation) তৈরি করবো। এতে অন্তর্ভুক্ত থাকবেঃ

শিক্ষার্থীরা কত পরিমাণ অর্থ সহায়তা পাবেন।

শিক্ষার্থীরা তাকাফুল তহবিলে কত অবদান রাখবেন এবং এটি কীভাবে নির্ধারিত হবে।

এই বিকল্প শিক্ষার্থী ঋণ ব্যবস্থা প্রচলিত শিক্ষার্থী ঋণের পাশাপাশি কাজ করবে। Student Loans Company (SLC) উভয় অর্থায়ন ব্যবস্থাকে পরিচালনা করবে, যাতে সমস্ত শিক্ষার্থী একইভাবে আবেদন করতে পারেন।

আজীবন শিক্ষার সুযোগঃ

সরকারের স্টুডেন্ট ফাইন্যান্স বিভাগের একজন মুখপাত্র বলেন, বিকল্প শিক্ষার্থী ঋণ ব্যবস্থা সম্পূর্ণ শিক্ষার্থী ঋণ ব্যবস্থার পরিবর্তনের একটি অংশ। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে আমরা Lifelong Learning Entitlement (LLE) নামে একটি আরও সুবিধাজনক ও নমনীয় শিক্ষার্থী ঋণ ব্যবস্থা চালু করবো।

যা বিকল্প শিক্ষার্থী ঋণ ব্যবস্থা LLE-এর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, তাই এটি LLE চালুর পরপরই কার্যকর হবে।

অন্যান্য অর্থায়নের বিকল্প বিবেচনাঃ

স্নাতক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। কিছু শিক্ষার্থী বৃত্তি (scholarships), অনুদান (bursaries), এবং পুরস্কার (awards) পাওয়ার যোগ্য হতে পারেন।

ডিগ্রি অ্যাপ্রেন্টিসশিপ (Degree Apprenticeships) এর মাধ্যমে শিক্ষার্থীরা কাজ করতে করতে স্নাতক বা মাস্টার্স ডিগ্রি অর্জন করতে পারেন, যেখানে তাদের টিউশন ফি দিতে হয় না।

সূত্রঃ ইউকে ডট গভ

এম.কে
১০ মার্চ ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যের সুপারমার্কেটে অস্বাস্থ্যকর স্ন্যাকসে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

এলিজাবেথ লাইনে ২৭ ফেব্রুয়ারি হতে ধর্মঘটের ঘোষণা

“যুক্তরাজ্যকে ইইউর প্রতিদ্বন্দ্বী হলে চলবে না”