15.9 C
London
August 31, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে স্যান্ডউইচে জীবন্ত তেলাপোকা! টেসকোর বিরুদ্ধে অভিযোগ বলটনের এক ব্যক্তির

গ্রেটার ম্যানচেস্টারের বলটনের বাসিন্দা আদিল ভাসায়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন প্রেস্টনের একটি টেসকো সুপারস্টোরে। ৪১ বছর বয়সী আদিল একটি মিল ডিল কিনে দুপুরের খাবারের জন্য বের হয়েছিলেন—সেখানে ছিল চিকেন টিক্কা স্যান্ডউইচ, ক্রিস্পস ও সফট ড্রিংক।

লাঞ্চ শুরু করতে গিয়ে আদিল যখন স্যান্ডউইচ মুখে তুললেন, তখনই টের পান কিছু একটা নড়ছে। প্রথমে তিনি ভেবেছিলেন এটি হয়তো দারুচিনির কোনো শক্ত টুকরো। কিন্তু দ্রুতই দেখা যায়, স্যান্ডউইচ থেকে বেরিয়ে আসছে একটি জীবন্ত তেলাপোকার পা!

এই ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে আদিল বলেন, “আমি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে টানা চার দিন কিছু খেতে পারিনি।”

পরে তিনি স্যান্ডউইচটি ফেরত নিয়ে গিয়ে অভিযোগ জানান টেসকোকে। তবে টেসকোর পক্ষ থেকে তাকে ফেরত দেয়া হয় মাত্র £1.76—যে অর্থে স্যান্ডউইচটি কেনা হয়েছিল।

ঘটনার প্রতিক্রিয়ায় টেসকো জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে, তবে সরবরাহ ব্যবস্থায় কোনো ত্রুটির বিষয়টি তারা মেনে নিচ্ছে না। কোম্পানিটি আরও জানিয়েছে, তারা স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করে।

এদিকে খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা দাবি করছেন, এমন ঘটনায় কেবল গ্রাহকের আস্থা নয়, খাদ্য সরবরাহ ব্যবস্থার মান নিয়েও প্রশ্ন উঠছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পণ্যের সরবরাহ স্থগিত করার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৫ জুলাই ২০২৫

আরো পড়ুন

ব্রিটেনে প্রথম সফল উড়ুক্কু ট্যাক্সির যাত্রাঃ ভবিষ্যতের আকাশপথে বিপ্লবের ইঙ্গিত

দ্বিতীয় সন্তানের বাবা হলেন প্রিন্স হ্যারি

রূপচর্চা করতে গিয়ে হাসপাতালে! অবৈধ ইনজেকশনে বিপজ্জনক বিষক্রিয়া ছড়াচ্ছে ইংল্যান্ডে