যুক্তরাজ্যের বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয় ৪ জানুয়ারি থেকে খুলে যাওয়ার কথা। কিন্তু সেদেশের দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণের উচ্চ হারের কারণে ১৮ জানুয়ারি পর্যন্ত বেশিরভাগ স্কুল বন্ধ থাকবে।
যুক্তরাজ্যের বৃহত্তম শিক্ষামূলক ইউনিয়ন বলেছে, করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে ক্রিসমাসের ছুটির পর যুক্তরাজ্যের সমস্ত বিদ্যালয় দুই সপ্তাহ বন্ধ রাখতে হবে।
যুক্তরাজ্যে প্রতিদিনের নতুন কোভিডের কেসের সংখ্যা গত চার দিন ধরে ৫০ হাজারের চেয়ে বেশি। করোনা ভাইরাসের নতুন রূপটি নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে পুরো দেশ।
জাতীয় শিক্ষা ইউনিয়নের যৌথ প্রধান ডা. মেরি বাউসটেড সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, লন্ডনের পক্ষে যা সঠিক তা দেশের অন্যান্য দেশের পক্ষেও সঠিক।
বিবিসিকে তিনি বলেন, আশা করা যাচ্ছে সমস্ত স্কুল বন্ধ হয়ে গেলে একটি গণ-পরীক্ষার ব্যবস্থার জন্য সময় দেওয়া হবে।
তিনি বলেন, শনিবার( ২ জানুয়ারি) তারা এই বেপারে একটি জরুরি সভা করবেন।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেড টিচার্স (এনএইচটি) সরকারকে বেশিরভাগ বাচ্চার সংক্ষিপ্ত ও নির্ধারিত সময়ের জন্য সমস্ত বিদ্যালয়কে গৃহ শিক্ষায় সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন কমপক্ষে দুই সপ্তাহ বাসা থেকে শিখবে।
সূত্র: বিবিসি
২ জানুয়ারি ২০২১
এসএফ