TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

যুক্তরাজ্যের ইউক্রেনীয় দূতকে বরখাস্ত করলেন জেলেনস্কি

যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভাদিম প্রিস্টাইকোকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের সমালোচনা করার এক দিন পর শুক্রবার রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হলো বলে ব্রিটিশ বার্তা সংস্থা খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের এক নির্দেশে বলা হয়েছে, রাষ্ট্রদূতের দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক সমুদ্রসীমা সংস্থায় ইউক্রেনের প্রতিনিধিত্ব করার দায়িত্ব থেকে প্রিস্টাইকোকে অপসারণ করা হয়েছে। তবে এর পক্ষে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিস্টাইকোর কাছে জানতে চাওয়া হয়েছিল বিদায়ী ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের এক মন্তব্যের বিষয়ে। বেন ওয়ালেস বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে মিত্র দেশগুলো যে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে সেজন্য কিয়েভের উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা।

ব্রিটিশ মন্ত্রীর এমন মন্তব্যের পর জেলেনস্কি বলেছিলেন, ব্রিটেনের প্রতি সব সময় কৃতজ্ঞ ইউক্রেন। তিনি আরও বলেছিলেন, ওয়ালেসের উচিত তাকে জানানো কীভাবে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন এবং আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ভোরে উঠব এবং ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করব।

ইউক্রেনীয় রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়েছিল জেলেনস্কির মন্তব্য কি ব্যঙ্গাত্মক ছিল। জবাবে তিনি বলেছেন, কিছু মাত্রায় ব্যঙ্গ ছিল জেলেনস্কির মন্তব্য।

প্রিস্টাইকো বলেন, আমি মনে করি না এই ব্যঙ্গ করাটা ভালো কিছু ছিল। রাশিয়াকে জানান দেওয়া উচিত যে আমরা একসঙ্গে কাজ করছি।

জেলেনস্কির নির্দেশে প্রিস্টাইকোর স্থলাভিষিক্ত কে হবেন তা উল্লেখ করা হয়নি। ৫৩ বছর বয়সী এই কূটনীতিক সাবেক উপ-প্রধানমন্ত্রী। গত তিন বছর ধরে যুক্তরাজ্যে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

এম.কে
২১ জুলাই ২০২৩

আরো পড়ুন

Investing in properties and Investigation of undeclared rental income and updates

অনলাইন ডেস্ক

সহিংসতা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি কূটনীতিকরা

আরেকটা বড় দুঃসংবাদ পেল ভারত!